মনের অভিলাষ বা মনোবাসনা পূরণের জন্য তান্ত্রিক প্রয়োগ

প্রতিটি মানুষেরই মনোবাসনা রয়েছে। আর এই মনবাসনাকে পূর্ণ করার জন্য মানুষ তার জীবনকে এগিয়ে নিয়ে যায়। কেউ জীবনের সর্বোচ্চ কিছু কেউবা মেধা, পরিশ্রম, অর্থ ইত্যাদি প্রয়োগ করে জীবনের কাঙ্খিত মনোবাসনা পূর্ণের লক্ষ্যে। এই প্রবন্ধে আমরা সেই মনোবাসনাকে পূরণের জন্য দুটি তান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করবো। এই পদ্ধতি দুটি খুবই কার্যকরী এবং ব্যক্তির মনোবাসনা পূর্ণ করে থাকে। আসুন শুরু করা যাক:

কোনও মনোবাঞ্ছিত বস্তুকে পাওয়া বা অভিলাষ পূর্তির জন্য নিম্নলিখিত তান্ত্রিক প্রয়োগ সিদ্ধ হয়।

মনোবাঞ্ছিত দ্রব্য লাভ প্রথম প্রয়োগ


বিধিমাঘ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীর রাত্রে, কোনও স্থানে পড়ে থাকা উটের হাড় নিমন্ত্রণ করে আনবে। চতুর্দশীর রাত্রে তাকে ঘরে এনে ধূপ-দীপ দেবে। পরে তাকে জলে ধুয়ে সিঁদুর ও লাল চন্দন লাগাবে। তারপর তার কাছে মনোবাঞ্ছিত বস্তু প্রার্থনা করবে। এইভাবে কিছুদিনের মধ্যেই মনের অভিলাষ পূর্ণ হবে।

মনোবাঞ্ছিত দ্রব্য লাভ দ্বিতীয় প্রয়োগ


বিধিরবিবার দিন ভেড়ার শিং-কে নিমন্ত্রণ জানিয়ে আসতে হবে। তারপর রাত্রে তাকে ঘরে নিয়ে আসবে। তারপর তাকে জ্বালিয়ে গুলি তৈরী করবে। সেই গুলি মাটিতে পুঁতে দেবে। তাতে কিছুটা তেল দেবে। অর্ধরাত্রির সময় একান্তে তার পাশে বসে মনে যে অভিলাষ করবে, স্রষ্টার অসীম কৃপায় সেই কার্য পূর্ণ হবে।
Previous Next
No Comments
Add Comment
comment url