কি ভাবে হাত দেখে ফলাফল বলবেন: সচিত্র হস্তরেখা

যারা বাংলায় সহজভাবে হাত দেখা বা হস্তরেখা শিখতে চান তাদের জন্য এই প্রবন্ধটি। এই দীর্ঘ হওয়ার কারণে প্রবন্ধটিকে ৩টি পর্বে ভাগ করা হয়েছে। পর্বের লিংক প্রবন্ধের নিচে দেয়া হলো। এছাড়াও হস্তরেখা বিষয়ে এই ওয়েবসাইটে আরো অনেক প্রবন্ধ প্রকাশ করা হয়েছে। আপনি সেগুলোও চর্চা করতে পারেন। 

সচিত্র হস্তরেখা

কিভাবে হাত দেখবেন?


হাত দেখা যাঁরা নতুনভাবে শিখতে চান, তারা নিচের নিয়মগুলি অনুসরণ করুন।
১। হাত দেখতে হলে একটা স্কেল, একটা ডিভাইডার, একটা ম্যাগনিফাইং লেন্স রাখতে হবে। ম্যাগনিফাইং লেন্সের দ্বারা হাতের সূক্ষ্মতম রেখা দেখা যায়।
২। দিনের আলো বা অতি উজ্জ্বল আলো ছাড়া হাত দেখবেন না।
৩। হাত দেখতে হলে সব সময় হাতটি সাবান জল প্রভৃতি দিয়ে ধুয়ে নিলে ভাল হয়।
৪। সব সময় হাতের দুপিঠ প্রথমে দেখে, তার গঠন, আকার এবং লোকটির প্রকৃতি জেনে নেবেন। তারপর তার হাতের নয়টি গ্রহ ও বারোটি রাশির স্থান দেখতে হবে। দেখতে হবে হাতের রঙ, হাত শক্ত, নরম, না মাঝারী ধরনের এবং সবশেষে রেখাদির বিচার করবেন।

৫। সব সময় নির্জন জায়গাতে বা নির্জন ঘরে বসে হাত দেখা উচিত। কারণ পাঁচজনের সামনে বসে, সব কথা ঠিকমত বলা বা বিচার করা যায় না।
৬। হাত দেখে জাতক বা জাতিকাদের কথাগুলি এমনভাবে বলতে হবে, যাতে যিনি হাত
দেখাচ্ছেন তাঁর মনে কোন আঘাত না লাগে।
৭। হাত দেখে যদি কোন খারাপ কিছু দেখেন তবে তা বলবেন না, বলবেন একটু সাবধানে চলবেন।
৮। সব সময় শুভকারক ভাব বা চিহ্ন প্রভৃতি যে সব আছে, সেগুলির কথা আগে বলবেন- অশুভ বিষয় পরে বলবেন।
১২। কোন কু গ্রহের প্রভাব দেখলে তার ফলাফল যেমন বলবেন তেমনি তার প্রতিকার ব্যবস্থাও জানাবেন।

হাত দেখে কিভাবে ফলাফল বলবেন?


১। প্রথমে বলতে হবে, কোন কোন গ্রহ শুভ- কোন কোন গ্রহ অশুভ, কোন কোন গ্রহ মধ্যম। তারপর কোন কোন রাশির প্রভাব শুভ বা অশুভ তা বলতে হবে।
২। তারপর জাতকের দোষগুণ সব সুন্দর ভাবে বর্ণনা করতে হবে।
৩। তারপর জাতকের আয়ু কতটা, ফাঁড়া কিছু আছে কিনা এবং তা কবে হবে ইত্যাদি
বিষয়ে বলতে হবে।

৪। তারপর কি কি রোগ ব্যধি হতে পারে। যে সব গ্রহ অশুভ সেইসব গ্রহের রোগ সম্পর্কে বলতে হবে।
৫। তারপর জাতকের হাতে অস্বাভাবিক কোনও রেখা থাকে সে বিষয়ে বলবেন।
৬। তারপর জাতকের জীবিকা, অর্থভাগ্য, ব্যবসা চাকুরী ভাগ্য, বিদ্যা প্রভৃতি বলবেন।
৭। তারপর তার পারিবারিক জীবন, বিবাহ, প্রেম, বন্ধুত্ব, সন্তানাদি প্রভৃতি সম্পর্কে জানাবেন।
৮। তারপর প্রধান রেখাগুলির ব্যাখ্যা করে তাকে বুঝিয়ে দেবেন।
৯। সবশেষে প্রতিকার ব্যবস্থাদি বিষয়ে জ্ঞাত করাবেন।

Previous Next
1 Comments
  • AKDT
    AKDT February 19, 2024 at 10:17 AM

    Valo laglo

Add Comment
comment url