বৃষ রাশির জাতক-জাতিকার বৈশিষ্ট্য

বৃষ রাশির জাতক স্বাস্থ্যবান ও দৃঢ় শরীর যুক্ত হয়। এরা বেশ ব্যক্তিত্ব সম্পন্ন হয়। কঠিন সংঘর্ষতে এরা বিচলিত হয় না। এরা সহজেই অপরের মন কেড়ে নিতে পারে। যে কোন লোককে একবার দেখেই এরা তাকে সৎ নাকি অসৎ বলে চিনে নিতে পারে। বৃষ রাশির জাতক-জাতিকারা বেশ চিন্তা-ভাবনা করে কাজ করে এবং জীবন সংগ্রামে এরা সাফল্য লাভ করে। এরা অন্ধের মত ধর্ম মানে না বটে, কিন্তু ধর্ম ভীরু হয়। মনে নিজ ইষ্টদেবতার প্রতি শ্রদ্ধা রাখে। এরা যে কোন শুভ কাজ শুরু করার আগে পূজা-অর্চনা করতে ভালোবাসে। এদের সন্তানও ধার্মিক হয়।

বৃষ রাশির জাতক-জাতিকা ব্যস্ত-সমস্ত হয়ে কোন কাজ করে না। চিন্তা ভাবনা করে পরিকল্পনা অনুযায়ী কাজ করে। কোন সময় কোন কাজ করতে হবে, কিভাবে কাজটি সুসম্পন্ন করতে হবে, এদের সে জ্ঞান থাকে। ব্যবহারিক কাজকর্মে এরা বেশ কুশলী এবং দক্ষ হয়।

বৃষ রাশির জাতকের বৈশিষ্ট্য

বৃষ রাশির প্রভাব

শুভ তিথি— পঞ্চমী,দশমী ও পূর্ণিমা এবং অমাবস্যা।
অশুভ বার— শনিবার।
অশুভ মাস— অগ্রহায়ণ।
অশুভ প্রহর— চতুর্থ প্রহর।
শুভ প্রহর— তৃতীয় প্রহর।
শুভ তারিখ— ৬, ১৫, ২৪।
লাভ— উত্তর দিকে।
মিত্র— কন্যা ও মকর রাশি।
ইষ্ট: শিব ও মতান্তরে মহাগণপতি। সৌভাগ্য সমৃদ্ধির জন্য লক্ষ্মী দেবীর আরাধনা করুন।
Previous Next
1 Comments
  • Unknown
    Unknown June 23, 2020 at 2:31 PM

    জনি কান্তি নাথ

Add Comment
comment url