মেষ রাশির জাতক-জাতিকার বৈশিষ্ট্য

যে সব জাতকের রাশি মেষ, তাদের দেহের গঠন মাঝারি, রক্তিম চেহারা, গৌর বর্ণ এবং সুন্দর চোখ বিশিষ্ট হয়। এই জাতকেরা চঞ্চল এবং সুন্দর চক্ষুবিশিষ্ট, ক্ষীণ দৃষ্টি, অপরের মনজয়কারী হয়। এদের চেহারা কিছুটা লম্বা হয়। মনে বিরুদ্ধ ভাব, ক্রোধী স্বভাব, এবং চতুর হয়। এরা যে কাজে হাত দেয় তা শেষ করে ছাড়ে। বিপদে ধৈর্যহারা হয় না। চাকুরিতে এবং ব্যবসায় তাড়াতাড়ি উন্নতি করে। এরা উদার হৃদয়ের হয়ে থাকে। হাতে টাকা পয়সা থাকলে দান করতে কুষ্ঠিত হয়। সাধারণ কুলে জন্মগ্রহণ করেও যথেষ্ট উন্নতি করে এই রাশির জাতকেরা। এদের প্রতিটি কাজ বেশ সুশৃংখল হয়। সামান্য মাত্র অব্যবস্থা দেখলেও এরা রেগে যায়। এরা যেমন হঠাৎ রেগে যায়, তেমনি খুব তাড়াতাড়ি শান্ত হয়। ধর্মেও এদের মতিগতি থাকে। কলা, বিজ্ঞান, সঙ্গীত প্রভৃতিতে এদের যথেষ্ট রুচি থাকে। এদের জীবনে প্রায়ই উত্থান-পতন দেখা যায়।

মেষ রাশির বৈশিষ্ঠ্য

মেষ রাশির প্রভাব

অশুভ তিথি- প্রতিপদ, ষষ্ঠী, একাদশী (উভয় পক্ষের) এদের পক্ষে অশুভ।
অশুভ বার- রবিবার এদের পক্ষে অশুভ।
অশুভ মাস‌- কার্তিক মাস এদের পক্ষে অশুভ।
অশুভ প্রহর—প্রতিদিনের প্রথম প্রহর এদের পক্ষে অশুভ।
শুভ তারিখ—প্রতি মাসের ৯, ১৮, ২৭ তারিখ শুভ।
শুভ তিথি- প্রতিপক্ষের তৃতীয়া ও দ্বাদশী শুভ।
শুভ বার- মঙ্গলবার। শুভ প্রহর—তৃতীয় প্রহর শুভ।
লাভ—পূর্বদিকে এদের লাভ হয়।
মিত্র—মিথুন, কন্যা, এবং মীন রাশি।
দান- যুগা, স্বর্ণ, গম, কলস, ঘৃত, রক্ত বস্তু।

মেষ রাশির জাতক মুগার আংটি (সোনার) ধারণ করবে এবং প্রত্যহ প্রাতে উঠে আংটিকে দেখে নৈমিত্তিক কার্য শুরু করবে। তাহলে জীবনে, সব দিক থেকে সাফল্য লাভ করবে।
Previous Next
No Comments
Add Comment
comment url