মকর রাশির জাতক-জাতিকার বৈশিষ্ট্য

মকর রাশিতে যাদের জন্ম হয়, সেই সব জাতক-জাতিকা অধিকতর রহস্যময় হয়। কারণ তারা রহস্যময় প্রবৃত্তিতে যুক্ত থাকে। মনে রাখতে হবে, এরা ইচ্ছাকৃতভাবে এই স্বভাবের হয় না। এদের প্রকৃতিটাই এই রকম হয়। এরা যে কথা বলে, তা ধীরে ধীরে বলে। এরা কাজকর্মের যোজনা করতে নিপুণ হয়। লম্বা লম্বা যোজনা বানানই এদের স্বভাব। কাজের চেয়ে কাজের পরিকল্পনাই এদের কাছে প্রধান। এরা যে সব পরিকল্পনা করে, কাজে তা খুবই কম লাগে। 

মকর রাশির জাতক লম্বা দোহারা চেহারা, গৌর বর্ণ, শক্ত মাথার চুল বিশিষ্ট হয়। এদের নাক চ্যাপটা, মাথা বড়, টানা চোখ যুক্ত হয়। এরা বেশ স্ফুর্তিবাজ হয় এবং আপন প্রভুর আজ্ঞাধীন হয়। 

মকর রাশির জাতক-জাতিকার বৈশিষ্ট্য


বিঃ দ্রঃ—যে সব সময় নভোমণ্ডলে শনির স্থিতি ক্ষীণ, বক্রী, অস্তগত বা অভিচারগত হয়, সেই সব সময় এদের জীবনে নানা রকম ঘাত-প্রতিঘাত, বাধা, হয়রানি, কষ্ট বাড়তে থাকে।

মকর রাশির প্রভাব

অশুভ তিথিচতুর্থী, নবমী, চতুর্দশী।
অশুভ মাসবৈশাখ মাস। 
অশুভ বার—মঙ্গলবার। 
অশুভ প্রহর—চতুর্থ প্রহর।।
অশুভ চন্দ্রজাতকের পক্ষে-অষ্টমে। জাতিকার পক্ষে-একাদশে।
শুভ তারিখ—প্রতি মাসের ৮, ১৭, ২৬।
শুভ তিথি—শুক্ল ও কৃষ্ণপক্ষের চতুর্থী, অষ্টমী, একাদশী, দ্বাদশী।
শুভ বারশনিবার।
শুভ প্রহর—চতুর্থ প্রহর।
বন্ধু রাশিবৃষ, কন্যা।

ইষ্ট—মকর রাশির জাতক-জাতিকার প্রধান ইষ্ট নৃসিংহদেব। ইনি এই রাশির জাতকের জীবনের ওপর সর্বাধিক প্রভাব বিস্তার করেন। সেজন্য নিজের ঘরে নুসিংহ মুৰ্ত্তি বা নুসিংহদেবের চিত্র রাখতে হবে, নিত্য সেই মূর্তি বা চিত্র দর্শন করতে হবে। যদি সম্ভব হয় নিম্নলিখিত অমোঘ মন্ত্র ১০৮ বার জপ করবে।

মন্ত্র—“ ওঁ নৃং নৃং নৃং নৃসিংহায় নমঃ ”

এতদ্ব্যতীত তন্ত্রোক্ত মন্ত্র প্রতিদিন জপ করবে। অথবা যোগ্য ব্রাহ্মণ দ্বারা জপ করাবে।
Previous Next
No Comments
Add Comment
comment url