মালিক ও কর্মচারীর মধ্যে ঝগড়া বিরোধ লাগানোর উপায়

অনেক সময় চাকর ও মালিকের মধ্যেও ঝগড়া লাগানো বা বিদ্বেষণ করার প্রয়ােজন হয়। এই প্রয়ােজনের জন্য এই যন্ত্রটি কাজে লাগাতে হয়। 
বিচ্ছেদ ঝগড়া লাগানো উপায়

বিধি — কৃষ্ণপক্ষের চতুর্দশীর রাত্রিতে কাকের পাখার কলম দ্বারা ছাগল বা ভেড়ার রক্তের সঙ্গে বিষ মিশিয়ে গােরস্থানের কাফন-এর ভাঙ্গা/ছেঁড়া টুকরাের ওপরের যন্ত্রটি লিখে, যন্ত্রটিকে গােরস্থানের প্রবেশ পথে মাত্র সাত আঙুল মাটির নীচে পুঁতে দিলে মালিক ও কর্মচারীর মধ্যে অমিল তৈরি বা বিদ্বেষণ সৃষ্টি হয়। এমনকি প্রচন্ড ঝগড়া হতে পারে।  প্রিয় পাঠক, “দেবদত্ত” স্থানে  কর্মচারীর নাম লিখতে হবে। যার নাম লিখবে তার সাথে মালিকের বন্ধুত্ব বা মিল নষ্ট হবে।

বিঃদ্রঃ — দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটানো, ঝগড়া লাগানো, বিবাদ, শত্রুতা ও বিরােধ এর চিন্তা উৎপন্ন করা। একে বলা হয় অভিচার কর্ম এবং এই কাজ পাপ মধ্যে গণ্য। তাই দ্বেষবশতঃ এর প্রয়ােগ করা উচিত নয়। যখন নিজের ঘর, পরিবার, সম্মান, প্রতিষ্ঠা ও সম্পত্তির হানি হতে থাকে, দ্বিতীয় কোনও উপায় থাকে না, তখন শেষ উপায় হিসাবে এর প্রয়ােগ করা চলে।
Previous Next
No Comments
Add Comment
comment url