নতুন গৃহ প্রবেশের শুভ দিন ও ফলাফল

গৃহ প্রবেশের শুভাশুভ ফল বা গৃহ প্রবেশের শুভ দিনক্ষন:
গৃহ প্রবেশ

নতুন গৃহে প্রবেশ করতে শাস্ত্রীয় বিধি-বিধান মেনে চললে আমাদের উপকার হয়। জ্যোতিষ শাস্ত্র মতে, গ্রহ গুলো আমাদের উপর তাদের প্রভাব ফেলে। যার ফলে গ্রহগনের উপস্থিতি কাল, লগ্ন-সময় আমাদের শুভ অশুভের কারণ হয়ে দাঁড়ায়। আর এইসব অশুভ দোষ-ত্রুটি নির্মূল করতে জ্যোতিষগণ নানান উপায়ের কথা বলেছেন। এই পোস্টে আমরা নতুন গৃহে প্রবেশের শুভাশুভের ফল জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী তুলে ধরলাম।

নতুন গৃহ নির্মাণ হবার পর প্রথম যেদিন গৃহে প্রবেশ করা হয়, সেদিনটি বিচার করে গৃহপ্রবেশ করা উচিত। 

১। বুধবারে গৃহ প্রবেশ করলে বংশ বৃদ্ধি হয়। 
২। সােমবারে গৃহ প্রবেশ করলে— পুত্র সন্তানাদি বৃদ্ধি হয়। গাভী দুগ্ধবতী হয়। 
৩। বৃহস্পতিবারে গৃহ প্রবেশ করলে— অর্থাদি বৃদ্ধি হয়, ধন ধান্য বাড়ে। 
৪। শুক্রবার গৃহ প্রবেশ করলে উত্তম খাদ্যাদি লাভ হয়। 
৫। শুক্লপক্ষে গৃহ প্রবেশ করলে গৃহস্থের গৃহে চুরির ভয় থাকে না। 
৬। কৃষ্ণপক্ষে গৃহ প্রবেশ করলে— গৃহে মাঝে মাঝে ছােট-বড় চুরি হবার সম্ভাবনা। 
৭। বৃশ্চিক, ধনু, কন্যা, মিথুন, কুম্ভ ও মীন এবং মকর-লগ্নে গৃহপ্রবেশ করলে— গৃহস্থের কল্যাণ হয়। 
৮ | মঘা, অশ্লেষা, পূর্বফল্গুনী, পূর্বাষাঢ়া, পূর্বভাদ্রপদ নক্ষত্রে গৃহপ্রবেশ করলে – গৃহস্থের হানি হয়। 
৯। অমাবস্যা, চতুর্থী, নবমী, ত্রয়ােদশী ও চতুর্দশী তিথিতে গৃহপ্রবেশ নিষিদ্ধ। 

প্রিয় পাঠক, আমাদের পোস্টটি ধৈর্য্য ধরে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি এই পোস্টটি ভাল লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন।
Previous Next
No Comments
Add Comment
comment url