স্বপ্নে কোনকিছু দেখলে কি হয়?

স্বপ্নের শুভাশুভ ফল
স্বপ্নতত্ত্ব

মানুষ স্বপ্ন দেখে। সেই স্বপ্নগুলো হয়ে থাকে বিভিন্ন রকমের। আমরা সারা রাতে আটটির বেশি স্বপ্ন দেখি। প্রত্যেকটির দৈর্ঘ্য হয় প্রায় ১৫ মিনিট পর্যন্ত। শেষ রাত্রির স্বপ্নটি কুড়ি মিনিটের বেশি হয়ে থাকে। কিছু কিছু স্বপ্ন স্মরণ থাকে এবং কিছু কিছু আমরা ভুলে যাই। তবে বেশিরভাগ স্বপ্নগুলোই আমরা ভুলে যাই। মানুষ স্বপ্ন না দেখলে ঘুম হতে পারে না। স্বপ্ন দেখার ছলে মানুষ ঘুমায়, এটাই সত্য। তবে নানান গবেষনা এবং ধর্মীয় গ্রন্থ পর্যালোচনা করলে দেখা যায়, স্বপ্ন দেখার কিছু ফলাফল রয়েছে। নিম্নে সেগুলো তুলে ধরা হলো:

১। স্বপ্নে সূর্যোদয় কিংবা জাগ্রত অবস্থায় সূর্যোদয় দেখা দর্শনকারীর মঙ্গলজনক। 
২। স্বপ্নে সূর্যাস্ত দর্শন মঙ্গলজনক নয়। 
৩। স্বপ্নে নদী বা সমুদ্রে সাঁতার কাটা, আকাশে ওড়া, আগুন লাগা, সূর্য বা চন্দ্রগ্রহণ দেখা, অশ্বিনী বা ধ্রুব নক্ষত্র দেখা, বড় অট্টালিকায় চড়া, ধর্মশালায় প্রবেশ করা, পর্বত চুড়ায় চড়া— এর যে কোনও একটি স্বপ্নে দৃষ্ট হলে কার্যসিদ্ধ হয় এবং লােকের ভক্তিভাজন হওয়া যায়। 
৪। স্বপ্নে মদ খাওয়া, চর্বি খাওয়া, কাঁচা মাংস খাওয়া, ক্রিমি দর্শন ও ভক্ষণ, দেহে বিষ্ঠা লাগা, দেহে রক্ত লাগা, রক্ত চন্দন গায়ে লাগা, সাদা বস্তু পরা, শ্বেত বস্ত্র পরা কাউকে দেখা, দই ও ভাত খাওয়া— এর যে কোনও একটি দেখলে ইষ্টলাভ ও অর্থ লাভ হয় এবং সকলেই স্বপ্নদর্শনকারীকে ভাগ্যবান মনে করে। 
৫। স্বপ্নে দেবতা, ব্রাহ্মণ, চন্দ্র, নক্ষত্র, ভূমি, কালাে রঙের কোনও বস্তু, রাজা, সাদা বস্ত্র, শ্বেত কমল, উত্তম অলঙ্কার, সুসজ্জিতা স্ত্রী, বলদে চড়া, পাহাড়ে চড়া, সাদা ষাঁড় দেখা, ফলযুক্ত বটবৃক্ষ দেখা, সেই গাছে চড়া বা অন্য কেউ চড়ছে দেখা, আয়না, মাংস, ফুল, মালা, জলে ডুবে যাওয়া, সাঁতার কাটা প্রভৃতির যে কোনও একটি স্বপ্নে দেখলে— অর্থলাভ হয়ে থাকে। 
৬। কোনও যজ্ঞকুণ্ডের পাশে থামে চড়া, পলাশ গাছে চড়া, নিমগাছে বা উই ঢিবিতে চড়া, কার্পাস তুলা, লােহা, তেল প্রভৃতির যে কোনও একটি দেখা অশুভ।
৭ | খেলা, লাল কাপড় পরা, দুর্গম রাস্তায় চলা, মাংস খাওয়া বা খাচ্ছে, এইগুলির যে কোনও একটি স্বপ্নে দেখা অশুভ বা বিপদ আগত বুঝবেন। 
৮। আকাশ থেকে নক্ষত্র খসে পড়া দেখলে— মৃত্যু সন্নিকট বা মৃত্যুসম শােকের কারণ হয়ে দাঁড়ায়। 
৯। স্বপ্নে সূর্যকে সাদা দেখলেও ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা।
১০। অশােক, করবী, পলাশ ফুল বা অন্য কোনও ফুল গাছে ফুটে থাকতে দেখলে দর্শনকারী শােকপ্রাপ্ত হয়। 
১১। নৌকায় চড়ে নদী পার হওয়া দেখলে – বিদেশ যাত্রা হবে ও শীঘ্র ফিরেও আসবে। 
১২। লাল কাপড় পরা মেয়েরা কোনও স্ত্রীলােককে স্নান করাচ্ছে দেখলে বা সেই স্ত্রীলোেক নিজেই স্নান করছে। দেখলে শীঘ্রই তার মৃত্যু হয়। 
১৩। নিজে তেল মাখা, দুধ, ঘি বা দই দেহে লাগানাে বা কোনও নারী দেহে লাগাচ্ছে দেখলে রােগ আক্রমণ করে। 
১৪। চুল বা দাঁত পড়ে গেছে দেখলে— অর্থনাশ বা পুত্র . বিয়ােগের সম্ভাবনা। 
১৫। নিজে রথে বসে থাকা, গাধা, উট বা মােষ সেই রথ টেনে নিয়ে যাচ্ছে দেখলে মৃত্যু বা মৃত্যুতুল্য কঠিন ব্যাধির সম্ভাবনা। 
১৬। স্বপ্নে সূর্যমণ্ডল দেখলে লক্ষ্মীলাভ এবং রােগ নিরাময় হয়। 
১৭ | সাদা বর্ণের সাপ দক্ষিণ পায়ের আঙুলে বা হাতের আঙুলে কামড় দিয়েছে দেখলে অল্পদিনের মধ্যে অর্থপ্রাপ্তি হয়। 
১৮। বাহির থেকে ঘরে ধান, চাল, ছােলা ইত্যাদি ঘরে তুলতে দেখলে অর্থলাভ হয়। 
১৯। রত্ন বিক্রয় করছে নিজে দেখলে অর্থনাশ। 
২০। কেউ আগুন নিচ্ছে দেখলে— দুঃখ কষ্ট দেখা দেয়। 
২১। বাড়ী তৈরী হচ্ছে দেখলে— চাকুরীতে বেতন বৃদ্ধি বা আয় বৃদ্ধি হয়। 
২২। কুকুর কামড়াচ্ছে দেখলে শত্রু বৃদ্ধি হয়।

কোন স্বপ্ন সত্য ও মিথ্যা হয়?

১। শুক্লপক্ষ- প্রতিপদের স্বপ্ন দ্রষ্টার সুখের কারণ হয়। দ্বিতীয়ার স্বপ্ন নিষ্ফল। তৃতীয়ার স্বপ্ন সফল।

২। চতুর্থীর স্বপ্ন নিষ্ফল। পঞ্চমীর স্বপ্ন কিয়দংশ সফল। ষষ্ঠীর স্বপ্ন সহসা সফল হইবার আশা অল্প। সপ্তমীর

৩। স্বপ্ন গােপন রাখিলে সিদ্ধ হয়। অষ্টমী ও নবমীর স্বপ্ন সত্বর সিদ্ধ হয়। দশমী ও একাদশীর স্বপ্ন অসিদ্ধ।

৪। দ্বাদশীর স্বপ্ন কদাচিৎ সিদ্ধ হয়। এয়ােদশীর স্বপ্ন সত্বর সিদ্ধ হয়। চতুর্দশী ও পূর্ণিমার স্বপ্ন বিলম্বে সিদ্ধ। 

৫। কৃষ্ণপক্ষ- পঞ্চমীর স্বপ্ন বিলম্বে সিদ্ধ হয়। একাশীর স্বপ্ন অবশ্যই সিদ্ধ হয়। ষষ্ঠী ও দ্বাদশীর স্বপ্ন।

৬। মিথ্যা হয়। ত্রয়ােদশীর স্বপ্নে মন্দফল ফলে। চতুর্দশীর স্বপ্ন শুভ হয়।
Previous Next
No Comments
Add Comment
comment url