আধকপালি ও মাথা ব্যাথার ঝাড়ন মন্ত্র

আধকপালি ও মাথা ব্যাথার ঝাড়ন মন্ত্র প্রয়োগ: 

আধকপালি ও মাথা ব্যাথার ঝাড়ন মন্ত্র

অনেক সময় মাথা ব্যথা অথবা শিরপীড়া এর কারণে আমরা অনেক কষ্ট ভুগে থাকে। এই মাথাব্যথা গুলা এমন হয়ে থাকে যে ঔষধে কাজ করে না অথবা কয়েক ঘণ্টার জন্য মাথা ব্যাথা গুলো প্রচন্ড যন্ত্রণা দায়ক হয়। অনেকে একে আধকপালির ব্যাথা বলে থাকে।  বিশেষ করে এই মাথাব্যথা একটি নির্দিষ্ট সময়ে নিয়মিত হয়ে থাকে। যদি আপনি এমন পরিস্থিতির শিকার হয়ে থাকেন তাহলে নিম্নোক্ত মন্ত্রটি প্রয়োগ করতে পারেন।

মাথা ব্যাথার ঝাড়ন মন্ত্র:
যত সব বানরগণ আর হনুমান।
গালে হাত দিয়া ভাবে কি করি এখন।।
সকলে মিলিয়া তবে সুগ্রীবেরে কয়।
কহ মহাশয় এলে কি হবে উপায়।।
সুগ্রীব জিজ্ঞাসে তবে জাম্বুবান স্থানে।
পরপারে যাব কিসে কহগাে এক্ষণে।।
সেইকালে জাম্বুবানের মাথা ধরেছিল।
জাম্বুবান সেই কথা সুগ্রীবে কহিল।।
সুগ্রীব রামের কাছে করিল গমন।
বলেন সুগ্রীব জাম্বুবান অসুস্থ এখন।।
সুগ্রীব বচনে রাম তথায় আসিল।
জাম্বুবানের শিঃরপীড়া ভাল করি দিল।।
নাই অমুকের বেদনা নাই কিছু আর।
কার আজ্ঞে?
কাউরের কামিক্ষে মায়ের আজ্ঞে।।
কার আজ্ঞে?
হাড়ির ঝি চণ্ডীর আজ্ঞে।।

শিরঃপীড়া গ্রস্ত ব্যক্তির কপালে হাত বুলাতে বুলাতে মন্ত্র বলতে হবে। সামান্য সময়ের মধ্যেই শিরঃপীড়া আরােগ্য হবে। “অমুকের” স্থানে রোগীর নাম বলতে হবে।

Previous Next
No Comments
Add Comment
comment url