বিড়াল দংশনের ঝাড়ন মন্ত্র

যদি বিড়াল দংশন করে, তার ঝাড়ন মন্ত্র প্রয়োগ:

বিড়াল দংশনের ঝাড়ন মন্ত্র
আমরা অনেকে বিড়ালকে আদর করে কোলে নিয়ে থাকি। এই আদরের প্রাণীটি অনেক সময় আমাদের দংশন করে থাকে। বিশেষ করে যখন অপরিচিত কেউ এই প্রাণীকে ধরতে যায় তখন সে দংশন করে অথবা হাচর কাটে। এতে অনেক জ্বালা যন্ত্রণার সৃষ্টি হতে পারে। আপনি যদি এই পরিস্থিতিতে পড়ে থাকেন তা হলে নিম্নের মন্ত্রটি প্রয়োগ করতে পারেন।

বিড়াল দংশনের ঝাড়ন মন্ত্র:
তা তিক চেড়িয়াল তেহি উঠলাে কাল
বিড়াল কতক ধােব কতক দেখি কাল।
লবণের রুয়া উনত্রিশ বিষ
উঠলাে তাই উঠলাে ঘুরে।
চেপা নাকি আঠারাে ঝাই
নখের বিষ চাপড়েতে নাই।

উক্ত মন্ত্রটি তিনবার বলে তিনটি ফু দিলে সব রকম বিড়াল দংশন ও আঁচড়ানাের বিষ ও জ্বালা নিবারিত হয়।

Previous Next
No Comments
Add Comment
comment url