চোখ উঠা রোগের লোকজ চিকিৎসা প্রণালী

চক্ষু প্রদাহ বা চোখে পিচুটি জমা ও যন্ত্রণাকেই ‘চোখ উঠা' বলে। এতে চক্ষু লাল হয় ও চোখে যন্ত্রণা হয়। চোখ রাত্রে জুড়ে যায় এবং চোখে পিচুটি জমে। এরূপ ‘চোখ উঠা নিরাময়ের জন্য নিম্নোক্ত ঔষধ ব্যবহার করা হয়ে থাকে।

করবীর পাতার আঁঠা

চোখ উঠলে করবীর পাতার সামান্য আঁঠা চোখের কোণে দিলে চোখ ওঠা নিরাময় হয়।

সরিষার তেল

চোখ ওঠার উপক্রম হলে, বঁটি সরিষার তেল দুচোখে দুফোটা ঢেলে দিলে আর চোখ ওঠে না কিংবা চোখে জ্বালা-যন্ত্রণা হয় না।

তেঁতুলের পাতার রস

চোখ ওঠার উপক্রম হ'লে, কাচা তেঁতুলের পাতার রস চোখে দিলে, চোখ ওঠেনা (পরীক্ষিত ও ফলপ্রদ)। (ঐ পাতা গাছ থেকে তুলে এনে পানিতে ধুয়ে হাতে ডলে রস বের করে সেই রস এক দিনে দু'তিন বার চোখে দিতে হয়। তাতে ব্যথা সারে, পিচুটি পড়া বন্ধ হয়, চোখের লালিমাও দূর হয়।)

শিউলি-পাতার রস

শিউলি ফুলের পাতার রস দৈনিক দু'তিন বার, দু'তিন দিন চোখে দিলে, চোখ ওঠা নিরাময় হয়।

হাতি শুড়াের পাতার রস

হাতি শুড়াে গাছের পাতার রস দু'ফোটা করে দৈনিক দু'তিন বার কয়েকদিন যাবৎ চোখে দিলে, চোখ ওঠা নিরাময় হয়। জ্বালা, ফোলা এবং ব্যথাও সারে।

আকন্দের আঁঠা

চোখ উঠলে বা চোখ ওঠার উপক্রম হলে, আকন্দের আঁঠা পায়ের নখগুলাের ওপর অতি ধীরে ধীরে মাখিয়ে দিলে আর চোখ ওঠে না কিংবা চোখ উঠে থাকলে, তা শীঘ্র নিরাময় হয়।

Previous Next
No Comments
Add Comment
comment url