বমি ভাব দূর করার সহজ উপায় ও প্রাকৃতিক চিকিৎসা

বমি ও বমিভাব

বমি বমি ভাব যদিও তেমন মারাত্বক কোন রােগ নয়, তথাপি তা যথেষ্ট অস্বস্তিকর কারণ হয়। এ অবস্থা দূর করার জন্য নিম্নোক্ত ঔষধ প্রয়ােগ করা আবশ্যক।

কাগজি লেবু

কাগজি লেবু হাতে ডলে শুকলে বমি বমি ভাব দূর হয় (পরীক্ষিত ও ফলপ্রদ) অথবা কাগজি লেবুর পাতাও হাতে ড’লে শুকলে বমি বমি ভাব দূর হয়। (পরীক্ষিত ও ফলপ্রদ)

দূর্বার রস+চিনি

গা-বমি বা বমি বমি ভাব নিবারণের জন্য এক ঝিনুক দূর্বার রস ও এক তােলা পরিমাণ চিনি, মিশ্রিত করে কিছুক্ষণ পর পর সেবন করা আবশ্যক।

হরতকীর গুঁড়া+মধু

হরিতকীর গুঁড়া মধুর সঙ্গে মিশিয়ে লেহন করলে বমি বমি ভাব দূর হয়।

উপরের চিকিৎসা পদ্ধতি গুলো লোকজ-চিকিৎসা। উক্ত চিকিৎসা গুলো গ্রাম বাংলার ওঝা-বৈদ্য, কবিরাজদের দীর্ঘদিন ধরে চলে আসা পরীক্ষিত চিকিৎসা পদ্ধতি।

Previous Next
No Comments
Add Comment
comment url