ফোলা ব্যথায় করণীয় চিকিৎসা পদ্ধতি

ফোলা: সাধারণ ফোলা ও বেদনা এবং সােথ রােগীর ফোলা ও অন্যান্য উপসর্গ এক নয়। নিম্নে সচরাচর সাময়িক ফোলা ও ব্যাথায় ব্যবহৃত চিকিৎসার উপায় বর্ণনা করা হলো—

কার্পাস পাতা+সরিষার তেল

কার্পাসের পাতায় সরিষার তেল লাগিয়ে গরম করে যে কোনাে ফোলা ও ব্যাথাযুক্ত স্থানে কিছুক্ষণ বেঁধে রাখলে উপকার হয়।

কুকুশিমা পাতার সেঁক

শরীরের যে কোন স্থানে সাধারণ ফোলায় কুকুশিমা পাতা গরম করে সেই ‘জাব’ বাতাক্রান্ত ফোলা জায়গায় বেঁধে রাখলে, ফোলা ব্যথা ও অসাড়তা দূর হয়।

জাব লবণ

লবণ; হুঁকোর পানি দিয়ে বেঁটে ‘জাব’ তৈরি করে সেই ‘জাব’ বাতাক্রান্ত ফোলা জায়গায় বেঁধে রাখলে ফোলা, ব্যথা ও অসাড়তা দূর হয়।

ধুতুরা পাতার রস

যে কোন রকম ফোলা ও ব্যথায় ধুতুরা পাতার রস দিলে উপকার হয়।

মহাসমুদ্রের গাছের শিকড়

মহাসমুদ্রের গাছের পূর্ব দিকের শিকড় নিঃশ্বাস বন্ধ করে তুলে এনে পায়ে বেঁধে দিলে পা ফোলা রােগীর রােগ নিরাময় হয়। 

Previous Next
No Comments
Add Comment
comment url