ফিট লাগলে বা মূর্ছা গেলে করণীয় টোটকা চিকিৎসা

ফিট: ফিট বা মূর্ছা লাগার নানা কারণ থাকতে পারে। মূৰ্ছিত রােগীকে সজ্ঞান করে তােলার জন্য নিম্নোক্ত উপায় অবলম্বিত হয়।

কাঁটা কুমােরে গাছ

কার্তিকী অমাবস্যায় কাঁটা কুমােরে গাছ শ্বাস বন্ধ করে তুলে রেখে ঐ গাছের এক কর পরিমাণ কেটে ফিট হয়ে পড়া রােগীর গলায় বেঁধে দিলে ফিট বন্ধ হয় এবং রােগী সুস্থ হয়ে ওঠে।

মানকচুর শিকড়

মানকচুর শিকড় পূর্ব দিকের শিকড় নিঃশ্বাস বন্ধ করে তুলে এনে মূর্ছাগ্রস্ত রােগীর কানের মধ্যে দু'তিন বার ঘুরালে ফিট বন্ধ হয় এবং রােগী সুস্থ হয়।

হলুদ পোড়া

শুকনো আস্ত হলুদে আগুন লাগিয়ে পুড়ালে যে ধোঁয়া উঠতে থাকে, ঐ ধোঁয়া ফিটের রােগীর নাকের কাছে ধরলে তার জ্ঞান ফিরে আসে ও সে সুস্থ হয় (পরীক্ষিত ও ফলপ্রদ)।

Previous Next
1 Comments
  • Unknown
    Unknown May 22, 2021 at 4:02 AM

    আপনার পোস্ট গুলো খুবই সুন্দর ও খুবই গুরুত্বপূর্ণ, সঠিকভাবে প্রয়োগ করলে নিশ্চয়ই উপকৃত হবেন।
    কিন্তু একটা জিনিস এর সাথে যোগ করলে খুবই উপকৃত হতাম,
    ভূত-প্রেত-ডাইন-যোগিনী ইত্যাদি এর মন্ত্র /যন্ত্র ও প্রয়োগ বিধি।
    এগুলো থাকলে অনেক মানুষের উপকার হতো।
    ধন্যবাদ 🙏

Add Comment
comment url