প্রসাব বন্ধ হলে করণীয় উপায় (লোক চিকিৎসা)

প্রস্রাব বন্ধ: নানা কারণে প্রস্রাব বন্ধ হওয়া সম্ভব। সাধারণত; রােগ ভােগের চরম পর্যায়ে যাদের প্রস্রাব বন্ধ হয়, তাদের প্রস্রাব খােলাসা করার জন্য নিম্নোক্ত উপায়সমূহ অবলম্বন করা হয়ে থাকে।

আমলকী+ছ্যাঁদলা

আমলকীর সঙ্গে পানির মেটে কলসীর তলদেশে জমা ছাদলা বেঁটে ঐ বস্তু দ্বারা প্রসাব বন্ধ হওয়া রােগীর নাভির চারি পাশে প্রলেপ দিলে শীঘ্র প্রস্রাব নিঃসরণ হয়।

কাদার ভারা

নাভির চার পাশে ও উপরে পচা কাদার ‘ভারা’ দিলে প্রস্রাব বন্ধ হওয়া রােগীর প্রস্রাব নিঃসরণ হয়। (সর্বক্ষেত্রেই এ ঔষধ ‘কার্যকর নয়।)

গাঁদা ফুলের পাতার ভারা

কারাে প্রস্রাব বন্ধ হয়ে তল পেট ফেঁপে উঠলে তেলাপােকার পেট ও নাড়ী-ভূঁড়ি এবং গাদা ফুল গাছের পাতা এক সঙ্গে বেঁটে নাভির চারপাশে ভারা দিলে শীঘ্র প্রস্রাব হয়।

টোপা শ্যাওলার ভারা

টোপা শ্যাওলা, নীল ও মেটে ঘড়ার নিচেকার ছ্যাঁদলা এক সঙ্গে বেঁটে নাভিতে ‘ভারা দিলে প্রস্রাব নিঃসরণে সহায়ক হয়। 

Previous Next
No Comments
Add Comment
comment url