শোথ রোগের চিকিৎসা ও ব্যথা নিবারণ

শােথ রােগ: ‘জলসঞ্চারের ফলে দেহের যে কোথাও ফোলা রোগ’ যা ব্যথা করে এবং গোদ রোগ বিশেষ। শোথ রােগ অতিশয় মারাত্মক। বৈজ্ঞানিক চিকিৎসায়ও এ রােগের বিশেষ কোন কার্যকর ঔষধ আবিস্কৃত হয় নি। লােক-চিকিৎসায় কখনাে কখনাে শােথ রােগে ফল পাওয়া যায়। নিম্নে শােথ রােগের কতিপয় ঔষধের পরিচয় দেওয়া হল।

অশ্বগন্ধা+মৃত+মধু অশ্বগন্ধার গুঁড়া: আধা তােলা, ঘি ও মধুসহ মেড়ে দৈনিক সকালে একবার এবং রাতে একবার কিছুদিন যাবৎ সেবন করলে শােথ রােগ নিরাময় হয়।

কলমি শাক: কলমির যে ডগা পূর্বদিকে লম্বা হয়ে যায়, সেই ডগা তুলে এনে রােগীর বা পায়ের বুড়াে আঙ্গুল থেকে দুই ভুরু মাঝখান পর্যন্ত লম্বা করে শ্বাস ধরে ছিড়ে নিয়ে ‘বয়লা ভাঙিয়ে হাতে পরিয়ে দিলে ঐ বয়লা যত শুকোয় ফোলাও তত কমে। শােথ রােগে এটি অত্যন্ত উপকারী।

কলার গাছ: শনিবার বা মঙ্গলবারে বিচাকলা গাছের পশ্চিম পাশে দাড়িয়ে পূর্ব দিকের শিকড় ‘শ্বাস ধরে তুলে ‘এক কর’ পরিমিত শিকড় কেটে বা ছিড়ে নিয়ে শােথ রােগীর যে পাশ ফুলেছে তার বিছানার কথার সেই পাশের সুতাে দিয়ে শিকড়টি রােগীর বাঁ হাতে বেঁধে দিলে ‘শােথ রােগ নিরাময় হয়। সাধারণত একাংগীন শোথেই এ ঔষধ কার্যকর হয়।

সজনার পাতা: সজনার (সজিনা) কচি পাতা ভেজে দৈনিক দু'তিন বার করে কয়েক দিন ভাতের সাথে মাখিয়ে খেলে ‘শােথ রােগ নিরাময় হয়।

Previous Next
No Comments
Add Comment
comment url