হাত পা গলার কালচে খসখসে ত্বকের সমস্যা সমাধান

ডান হাতের ত্বক কুঁচকে যাওয়া

কারাে কারাে ডান হাতের চামড়া কুঁচকে যায় কিন্তু বাম হাতের চামড়া ঠিক থাকে। এর কারণ কি? সমাধানই বা কি?

এর কারণ হলাে আপনি যদি ডান হাতি হন তাহলে বাম হাতর তুলনায় ডান হাত পানির সংস্পর্শে বেশি আসে। উদাহরণ স্বরূপ তিন বেলা আহারের সময়। অতিরিক্ত পানি ব্যবহার কারাে কারাে ক্ষেত্রে ত্বককে শুষ্ক করে কুঁচকে দেয়। আহারের পরে সাবান ব্যবহারও ত্বকের কুঞ্চনে ভূমিকা রাখে। সেক্ষেত্রে আপনি পানি ব্যবহার করে সাথে সাথেই (হাত মােছার পর হাত শুকিয়ে যাবার আগেই) ময়েশ্চারাইজার ব্যবহারে উপকার পাবেন। ময়েশ্চারাইজার হিসাবে গ্লিসারিন ভালাে কাজ করে। গ্লিসারিনের অতিরিক্ত আঠা ভাব হাতে ভেজা কাপড় আলতাে ভাবে চেপে ধরে মুছে নিতে পারেন।

ঘাড় ও গলার ত্বক কালচে

কোনাে কোনাে মহিলার ঘাড় ও গলার রং, গায়ের রং থেকে ভীষণ কালাে। এর প্রতিকার কি?

ঘাড়, গলা, বগল ইত্যাদি জায়গা শরীরে তুলনায় বেশি কালাে হওয়ার মূল কারণ হলাে অতিরিক্ত মােটা হওয়া। এক্ষেত্রে ওজন কমালে দাগ ভালাে হয়ে যাবে। এছাড়া ঘাড় ও গলা সূর্যালােকের জন্যেও কালাে হয়। সেক্ষেত্রে রােদে বেরােনাের আগে নিয়মিত সানস্ক্রীন ক্রিম মেখে বের হতে হবে।

হাত ও পায়ের শুষ্ক খসখসে ত্বক

অনেকের ছােটো বেলা থেকেই হাত ও পায়ের চামড়া কুঁচকানাে ও খসখসে থাকে। কী উপায় অবলম্বন করলে এর সঠিক প্রতিকার পাওয়া যাবে?

যেহেতু সমস্যাটি ছােট্ট বেলা থেকেই, তাই এটি বংশগত হওয়ার সম্ভাবনাই বেশি। সেক্ষেত্রে একজন চর্ম বিশেষজ্ঞকে দেখিয়ে নিশ্চিত হয়ে নেয়া ভালাে। তবে হাত ও পায়ের চামড়া কুঁচকানাে ও খসখসে ভাব দূর করার জন্যে নিয়মিত হাত পা ধােয়ার পর মুছে সাথে সাথেই ভেসিলিন ও গ্লিসারিন একত্রে মিশিয়ে লাগানাে যেতে পারে। রাতে শােবার আগে এ অভ্যাসটি করে নিতে পারলে খুবই ভালাে। হয়। এছাড়া গােসলের পর গ্লিসারিন পানিতে মিশিয়ে সারা শরীরে মেখে দেয়া যেতে পারে। নিয়মিত এটি ব্যবহারে ত্বকের শুষ্কভাব দূর হবে।

Previous Next
No Comments
Add Comment
comment url