হাড় ভাঙ্গা মচকার কার্যকরী চিকিৎসা

মচকা-ভাঙা; দুর্ঘটনার জন্য হাত বা গা মচকে গেলে তা চিকিৎসার নানা রকম পদ্ধতি আছে। নিম্নে এরকম কয়েকটি পদ্ধতির ঔষধের উল্লেখ করা হল।

আপাং গাছের জাব: আঘাত লেগে শরীরের কোন অংশ থেতলে বা মচকে গেলে আতপ চালসহ আপাং গাছ বেঁটে ‘জাব’ দিলে সত্তর রােগ আরােগ্য হয়। জাব'কয়েকদিন দেওয়া আবশ্যক।

কেরােসিন+লবণ: কোন স্থান মচকে গিয়ে ফুললে ও ব্যথা হলে কেরােসিন তেল ও লবণ এক সঙ্গে ঐ স্থানে লাগিয়ে খুব জোরে জোরে ডলে মালিশ করে দিলে, রােগ নিরাময় হয়। দৈনিক দু'তিন বার মালিশ করা আবশ্যক।

জাব: গরুর চোনা, কাল ধুতুরার ডাল-পালা, পাথর কুচির পাতা, আমড়া গাছের শিকড়, তুলসী গাছের পাতা ও বুজ পাতার ছাই একত্রে পানি দিয়ে বেঁটে ‘জাব’ তৈরি করে পর পর তিন রাত শােবার সময় আক্রান্ত স্থানে লাগালে মচকা বা ভাজা আরােগ্য হয়।

হাড় ভাঙ্গা

অর্জুন বৃক্ষের ছাল+রসুন: কোন স্থানের হাড় ভেঙে গেলে অর্জুনের কাঁচা ছাল ও সমপরিমাণ রসুন বেটে প্রলেপ লাগিয়ে বেঁধে রাখলে ‘ভাঙা হাড়’ জোড়া লাগে এবং রােগী নিরাময় হয় । 

Previous Next
No Comments
Add Comment
comment url