স্বামী নাকি স্ত্রীর আগে মৃত্যু হবে? জ্যোতিষ গণনা

অক্ষর দ্বিগুণ, চৌগুণ মাত্রা।
নামে নামে করি সমতা।
তিন দিয়ে হরে আন। 
তাহে মরা বাচা জান।
এক শূন্যে মরে পতি।
দুই শূন্য মরে যুবতী।

স্বামী-স্ত্রীর মধ্যে কে আগে মরবে জানতে হলে, প্রথমে স্বামী ও স্ত্রীর নামের অক্ষর সংখ্যাকে ২ দ্বারা গুণ করতে হবে, পরে মাত্রা সংখ্যাকে ৪ দ্বারা গুণ করে উভয় গুণফলকে একত্রে যােগ করতে হবে। এবার উক্ত যােগফলকে ৩ দ্বারা ভাগ করতে হবে। যদি ভাগশেষ এক বা শূন্য হয় তবে স্বামীর মৃত্যু আগে হবে।

উদাহরণঃ ধরা যাক স্বামীর “শিবুরাম” আর স্ত্রীর নাম “মধুমতি”। শিবুরাম নামটিতে ৪টি অক্ষর এবং মধুমতী নামটিতে ৪টি অক্ষর। একত্রে হয় ৮টি অক্ষর। ২ দিয়ে গুণ করলে হবে ষােল। শিবুরাম নামটিতে আছে দু'টি মাত্রা যথা— উ এবং আ। মধুমতী নামটিতে আছে দু'টি মাত্র উ এবং ঈ। অতএব মাত্রা হলাে চার। মাত্রাকে ৪ দ্বারা গুণ করলে হবে ষোল।

অক্ষর ও মাত্রার গুণফলকে একত্রে যােগ করলে ফল হবে বত্রিশ। উক্ত যােগফলকে ৩ দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে দুই, অতএব জানা গেল স্ত্রীর মৃত্যু আগে হবে। 
মনে রাখুন: যুক্তাক্ষর হলে একটি অক্ষর ধরতে হবে। যেমন— পুষ্প: পু=১ ষ্প= ১ 
বিঃদ্রঃ জীবন ও মৃত্যু স্রষ্ঠার হাতে। এটি কেবল জ্যোতিষ গবেষণা। এই গণনাটি মহীয়সী নারী জ্যোতিষ ‘খনা’র। 
Previous Next
No Comments
Add Comment
comment url