গর্ভের সন্তান ছেলে না মেয়ে হবে তা জ্যোতিষ মতে গণনা করে জানার উপায়

বানের পিঠে দিয়ে বান, পেটের ছেলে গুণে আন।।
নামে মাসে করি এক, আটে হবে সন্তান দেখ।।
এক তিন থাকে বান, তবে নারীর পুত্র জান।।
দুই চার বা থাকে ছয়, অবশ্য তার কন্যা হয়।।
থাকিলে শুন্য বা সাত, অবশ্য হয় গর্ভপাত।।

[বানের পিঠে বান] তার অর্থ হল পাঁচের পিঠে পাঁচ, অর্থাৎ পঞ্চান্ন সংখ্যা। যে গর্ভিণীর সন্তান গণনা করিতে হইবে তাহার নামের অক্ষর সংখ্যা এবং যত মাসের গর্ভ হইয়াছে তার সংখ্যা নির্ভুলভাবে লইয়া একত্রে যােগ করিতে হইবে। উক্ত সমষ্টিকে আট দিয়া ভাগ করিতে হইবে। যদি ভাগশেষ এক, তিন বা পাঁচ অবশিষ্ট থাকে তাহলে পুত্র হইবে এবং দুই, চার, ছয় অবশিষ্ট থাকলে কন্যা হইবে। ভাগশেষ যদি শূন্য কিংবা সাত অবশিষ্ট থাকে তাহলে গর্ভিণীর গর্ভপাত হইবে।

উদাহরণঃ

বানের পিঠে দিয়ে বান অর্থাৎ— ৫৫ পঞ্চান্ন ।
গর্ভিণীর নাম “কমলা” অক্ষর সংখ্যা— ৩ তিন।
ধরা যাক ৭ মাসের গর্ভ— ৭ সাত।
________________________________________
যােগফল— ৬৫ পয়ষট্টি।

অতঃপর উক্ত যােগফলকে ৮ দিয়ে ভাগ করিতে হইবে ৬৫÷৮=১ অতএব দেখা গেল ভাগশেষ ১ হওয়ায় গর্ভিণীর পুত্র সন্তান হইবে ।

মনে রাখুন: যুক্ত অক্ষর হলে একটি অক্ষর ধরতে হবে। যেমন— পুষ্প: পু=১ ষ্প= ১ 

প্রকারান্তর;

যত মাসের গর্ভ নারীর নাম যত অক্ষর।
যত জনে শুনে তাহে অঙ্ক দিয়া এক কর।
সাতে হরি চন্দ্র নেত্র বান যদি রয়।
ইথে পুত্র পরে কন্যা জানিবে নিশ্চয়।

গর্ভিণীর নামের অক্ষর সংখ্যার সাথে, যত মাসের গর্ভ ও গণনার সময় যতজন সেখানে উপস্থিত থাকিবে এবং অতিরিক্ত দুই যােগ করিতে হইবে। এই একত্রিত যােগফলকে সাত দিয়ে ভাগ করিলে এক, তিন কিংবা পাঁচ ভাগশেষ থাকিলে পুত্র হইবে। ভাগশেষ অন্য সংখ্যা থাকিলে কন্যা হইবে।

উদাহরণঃ

গর্ভিণীর নাম “চারুলতা” অক্ষর সংখ্যা— ৪ চার
আট মাসের গর্ভ— ৮ আট
গণনার সময় উপস্থিত জনের সংখ্যা— ৪ চার
অতিরিক্ত দুই (কৃষ্ণপক্ষ + শুক্লপক্ষ) — ২ দুই
_____________________________________
মোট — ১৮ আঠারো

উক্ত যােগফলকে ৭ দ্বারা ভাগ করিতে হইবে অর্থাৎ ১৮÷৭= ভাগশেষ ৪ থাকিবে। অতএব, গর্ভিণীর কন্যা সন্তান হইবে।

বিঃদ্রঃ এটি কেবল জ্যোতিষ গবেষণা। এই গণনাটি মহীয়সী নারী জ্যোতিষী ‘খনা’র। 

Previous Next
No Comments
Add Comment
comment url