সন্তান ছেলে নাকি মেয়ে হবে? জ্যোতিষ গণনা পদ্ধতি (২)

গর্ভস্থ সন্তান গণনার এই পদ্ধতিটি মহীয়সী নারী জ্যোতিষী “খনা”র জ্যোতিষ শাস্ত্র সংকলন থেকে নেয়া হয়েছে। এই গণনা টি আজও জ্যোতিষী গণ চর্চা করে থাকেন। যদিও বর্তমানে আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে গর্ভস্থ সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা অনেকেই পরীক্ষা করে দেখেন।

গ্রাম, গর্ভিণী ফলেযুতা। 
তিন দিয়ে পুতা।
একে সুতা, দুইয়ে সুতা। 
শূন্য থাকিলে গর্ভ মিথ্যা।
এ কথা যদি মিথ্যা হয়। 
সে ছেলে তার বাপের নয়।।

যে গ্রামে গর্ভিণীর বাস সেই গ্রামের নামের অক্ষরের সাথে, গর্ভিণীর নামের অক্ষর সংখ্যা এবং প্রশ্ন কর্তার পছন্দ অনুযায়ী কোন একটি ফলের নামের অক্ষর সংখ্যা একত্রে যােগ করিতে হইবে। উক্ত যােগফলের সমষ্টিকে তিন দ্বারা ভাগ করিলে ভাগশেষ এক থাকিলে পুত্র হইবে, ভাগশেষ দুই থাকিলে কন্যা হইবে, ভাগশেষ শূন্য থাকিলে গর্ভ নষ্ট হইবে।

সহজ কথা হল, যার সন্তান গণনা করে দেখবে, প্রথমে তার স্বামীর গ্রামের নাম জিজ্ঞেস করবে (গর্ভিনী যে গ্রামে থাকে)। তারপর গর্ভিনীর নিজের নাম জিজ্ঞেস করবে। শেষে তার পছন্দের ফলের নাম কি সেটা জিজ্ঞেস করবে। ঠিক যেমন একজন জ্যোতিষী কোন ব্যক্তিকে প্রশ্ন করে। তেমনি ভাবে তোমাকেও প্রশ্ন করতে হবে এবং নিচের উদাহরণস্বরূপ গণনা করতে হবে।

মনে রাখুন: যুক্তাক্ষর হলে একটি অক্ষর ধরতে হবে। যেমন— পুষ্প: পু=১ ষ্প=১

উদাহরণ:

ধরা যাক, গর্ভিণীর গ্রামের নাম “দেবীপুর” অক্ষর সংখ্যা— ৪ চার
গর্ভিণীর নাম “প্রভাবতী” অক্ষর সংখ্যা— ৪ চার
প্রশ্ন কর্তার পছন্দ অনুযায়ী ফল “আপেল” অক্ষর সংখ্যা— ৩ তিন
________________________________________
মােট সংখ্যা—১১ এগার

উক্ত যােগফলকে ৩ দ্বারা ভাগ করিতে হইবে। অর্থাৎ ১১÷৩ = ২ ভাগশেষ থাকিল। অতএব গর্ভিণীর কন্যা হইবে।

বিঃদ্রঃ গণক্কার কখনো সন্তান বৈষম্য সম্মতি দেয় না।

Previous Next
No Comments
Add Comment
comment url