গােসলের পর শরীরে চুলকানি হলে করণীয়

গােসলের পর শরীরে চুলকানি!

গােসল করার পর অসহ্যরকম গা চুলকায় অনেকের। এ থেকে পরিত্রাণের উপায় কী?

এই ধরনের সমস্যা ধীরে ধীরে কিছুদিন পর ঠিক হয়ে যায়। এ নিয়ে মন খারাপ করার কিছু নেই। তবে সাময়িকভাবে এন্টি হিস্টামিন জাতীয় ওষুধ যেমন ট্যাবলেট সিটিন ১০ মি.গ্রা ১টি করে রাতে ১-২ মাস খাওয়াতে উপকার পাওয়া যেতে পারে।

সব চুলকানিতে এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে হয় না

শরীর চুলকানাে একটি প্রতিদিনের সমস্যা। শরীর একটু চুলকালেই অধিকাংশ লােক এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ যেমন -হিস্টাসিন, এন্টিহিস্টা, হিস্টাল, এভিল ইত্যাদি খেয়ে থাকেন। এসব এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ সব ধরনের চুলকানিতে কার্যকর নয়। কিন্তু অনেকেই যে কোন চুলকানিতে এন্টিহিস্টামিন ওষুধ নিজে নিজে খেয়ে ফেলেন। এটি মােটেও ঠিক কাজ নয়। চুলকানাের কারণ না জেনে অযথা এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেয়ে কোন লাভ নেই। এতে ওষুধগুলাের অপচয় হচ্ছে। শরীর চুলকানাের অনেক কারণ রয়েছে। আবার অন্যদিকে এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ হিস্টামিনের বিপরীতে কাজ করে। শরীর বিশেষ কিছু বিরূপ পরিবেশের মুখােমুখি হলে রক্তে হিস্টামিন নামক এক ধরনের পদার্থ বেরিয়ে আসে। হিস্টামিন নামক এই পদার্থটি শরীরে চুলকানির উদ্রেক করে থাকে। সাধারণ অ্যালার্জিজনিত কারণে শরীরে হিস্টামিনের আগমন ঘটে এবং শরীর চুলকায়। কাজেই যে সব চুলকানি হিস্টামিনের কারণে হয় শুধুমাত্র সেসব ক্ষেত্রেই এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ কার্যকরী হবে। অন্য কারণে শরীর চুলকালে সেক্ষেত্রে এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ বিশেষ কোন কাজে আসবে না। শরীর চুলকায় অথচ এন্টিহিস্টামিনের কোন ভূমিকা নেই তেমন কিছু পরিস্থিতির উদাহরণ তুলে ধরা হলাে- ডায়াবেটিসের কারণে ত্বক শুষ্ক হয়ে গেলে, মানসিক কারণে কিংবা চকলেট কফি খেলে এড্রিনার্জিক আর্টিকেরিয়া দেখা দেয়, অতিরিক্ত পরিশ্রম ও অতিরিক্ত তাপমাত্রায়, রৌদ্রের প্রভাবে চুলকালে বা সােলার অর্টিকেরিয়া হলে, রক্তশূণ্যতা, অবস্ট্রাকটিভ জণ্ডিস, কিডনির দুর্বল কার্যকারিতার ফলে রক্তে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে, কিছু কিছু চর্মরােগে প্যারাক্সিসমাল পুরিটাস বা হঠাৎ চুলকানি হলে, গর্ভাবস্থায়, শীতকালে অতিরিক্ত গােসল ও সাবান ব্যবহার, মাথা চুলকালে, কৃমি, ফাঙ্গাস ও ব্যাকটেরিয়ার জন্য পায়ুপথ এবং পথের আশপাশে চুলকালে। উল্লেখিত চুলকানিতে এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেলে কোন লাভ হয় না। কাজেই চুলকালেই এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে হবে এ ধারণা মােটেও ঠিক নয়। এন্টিহিস্টামিন সব চুলকানির বিরুদ্ধে কার্যকর ওষুধ নয়।

Previous Next
No Comments
Add Comment
comment url