পেট ব্যথা কমানোর সহজ উপায় ও চিকিৎসা

পেটের পীড়া তথা পেট নামা, পেট কামড়ানি বা পেটে বেদনা নানা কারণে হতে পারে। সে সবের মধ্যে ক্রিমিজনিত পেট কামড়ানি আরােগ্যের নিমিত্ত নিম্নোক্ত উপায় অবলম্বিত হয়।

আকন্দের পাতার সেক

আকন্দের পাতায় তেল মেখে, সেই তৈলাক্ত দিক আগুনে গরম করে পেটে সেঁক দিলে কামড়ানির উপশম হয়।

কলা গাছের ডগার রস

বিচি কলা গাছের ডগা আগুনে সেঁকে মুচড়িয়ে রস বের করে আধ থেকে এক ঝিনুক মাত্রায় খাওয়ালে ‘পেট কামড়ানি’ নিরাময় হয়।

বড়ি

আমলকির ছাল, বয়ড়ার ছাল, হরিতকীর ছাল সমপরিমাণ নিয়ে, তার সঙ্গে কিছুটা সৈন্ধব লবণসহ আধ পােয়া মিশ্রীর গুঁড়া মিশিয়ে মাঝারি গরম বােরােই পরিমাণ বড়ি বানিয়ে, উক্ত বড়ি দৈনিক তিন বার আহারের পর একটি করে দুই থেকে চার সপ্তাহ সেবন করলে পেটের পীড়া দূর হয়।

সড়ার পাতা+আলাে চাল+জামের পাতা

সঁড়ার পাতা, আলাে (আতপ) চাল ও জামের পাতা পানি দিয়ে একত্রে ছ'টকে ছেড়ে সেই পানি রােগীকে খাওয়ালে পেটের পীড়া বা পেটনামা আরােগ্য হয়।

Previous Next
No Comments
Add Comment
comment url