দাঁতের পোকা হলে কি করবেন জেনে নিন

দাঁত ক্ষয় করে গভীর গর্তে পরিণত হওয়া, কালাে হওয়া ও জ্বালাযন্ত্রণা করা, এক প্রকার ক্ষুদ্র ক্ষুদ্র চক্ষুগ্রাহ্য পােকার অত্যাচার বলে লােকে মনে করে। লােক-চিকিৎসকগণ নানা উপায়ে ঐসব পােকা বের করতে পারেন। নিম্নে এরূপ কতিপয় ঔষধের বিবরণ দেওয়া হ'ল। 

দাতের পােকা ফেলার জন্য সাতটি এক কোয়া রসুন বা সাত কোয়া রসুন ও মানকচুর ডেগাের পঁচানি এক সঙ্গে বেঁটে তার মধ্যে আপাং গাছের মূল কুচিয়ে কেটে মিশিয়ে কলার পাতার উপর বিছিয়ে দিয়ে রােগীর মুখ হা করিয়ে চোয়ালের পাশে ধরলে কিছুক্ষণের মধ্যেই পােকা লাফিয়ে লাফিয়ে কলাপাতার উপর পড়তে থাকে।

এই জাব শনিবার বা মঙ্গলবারে সকালে হাতে-পায়ে পানি না লাগিয়ে দেওয়া আবশ্যক। আপাং গাছের মূল, শ্বাস বন্ধ করে তুলতে হয়। ‘ জাব পর পর দুতিন সপ্তাহ-দু'তিন বার দেওয়া আবশ্যক। 

প্রিয় পাঠক, দাঁতের পোকা দুর করার এই পদ্ধতিটি লোক-চিকিৎসা থেকে সংগ্রহ করা হয়েছে। এই চিকিৎসা গুলো লোকের মুখে মুখে এবং গ্রামের ওঝা, ফকির, কবিরাজদের মাধ্যমে আমাদের সমাজে প্রচলিত হয়ে আসছে। 

Previous Next
No Comments
Add Comment
comment url