যাত্রায় শুভাশুভ ফল বের করার জ্যোতিষ গণনা

তিথি ও বার, স্বনক্ষত্র, মাসের যতদিন,
একত্র করিয়া তারে সাতে কর হীন।
এক শুভ, দুইয়ে লাভ, তিনে শত্রু ক্ষয়,
চতুর্থেতে কার্যসিদ্ধি, পঞ্চমে সংশয়।
যষ্ঠেতে মৃত্যু, শূন্যতে বহু দুঃখ,
খনা বলে সে যাত্রায় নাহি কভু সুখ।

যেদিন কোথাও যাত্রার ইচ্ছা থাকিবে, সেই তিথি বার ও মাসের সংখ্যাকে একত্রে যােগ করিতে হইবে। পরে তাহার সহিত নিজের জন্ম নক্ষত্র যােগ করিয়া যােগফলকে সাত দিয়া ভাগ করিতে হইবে। ভাগফল এক হইলে যাত্রা শুভ হইবে। ভাগশেষ দুই হইলে যাত্রায় লাভ হইবে । ভাগশেষ তিন থাকিলে যাত্রায় ভয়ের কিছু থাকিবে না, শত্রু ক্ষয়ের সম্ভাবনা থাকিবে। ভাগশেষ চার থাকিলে কার্যসিদ্ধি হইবে । ভাগশেষ পাঁচ থাকিলে যাত্রায় ভালমন্দ বিষয়ে সংশয় থাকিবে। ভাগশেষ ছয় থাকিলে মৃত্যু হইবার সম্ভাবনা থাকে। ভাগশেষ শূন্য থাকিলে সে যাত্রায় কপালে দুঃখ থাকে অর্থাৎ অমঙ্গল হয় ।

উদাহরণ:

ধরা যাক ১১ই শ্রাবণ যাত্রার সংকল্প করা
হইয়াছে। দিন: বুধবার, দ্বিতীয়া তিথি।

অতএব, যাত্রা মাসের সংখ্যা (শ্রাবণ মাস চতুর্থ তম)— ৪ 
তারিখ সংখ্যা (১১ই শ্রাবণ হওয়ার দরুণ)— ১১
বারের সংখ্যা (রবি থেকে বুধ ৪র্থ তম দিন)— ৪ 
তিথি সংখ্যা (দ্বিতীয়া হওয়ার দরুণ)— ২ 
জন্ম নক্ষত্র চিত্রা (নক্ষত্র নং ১৪)— ১৪ 
____________________________________
মােট— ৩৫ পয়ত্রিশ

৩৫÷৭ ভাগশেষ ০ (শূন্য)। অতএব, যাত্রা অশুভ। এই যাত্রায় অমঙ্গল হয়।

বিঃদ্রঃ জন্ম নক্ষত্র জানার জন্য পঞ্জিকার সাহায্য নিতে পারেন। এছাড়াও জন্ম নক্ষত্র বের করার জন্য এই পোস্টটি পড়তে পারেন

Previous Next
No Comments
Add Comment
comment url