যে কোন মাসের তিথি বের করার জ্যোতিষ পদ্ধতি

খালি ছাগলা বৃষে চাঁদা,
মিথুনে পুরিয়ে বেদা।
সিংহে বসু কর কি বসে,
আর সব পুরিয়ে দ্বাদশে ॥

যে কোন মাসের নির্দিষ্ট কোন তারিখের তিথি জানতে হলে দুই বৎসরের প্রথম যে তিথি হবে সেই তিথির সংখ্যার সহিত উক্ত তারিখ সংখ্যা যােগ করতে হবে, পরে তার সহিত বৈশাখ মাস হলে— ০ (শূন্য), জ্যৈষ্ঠ মাস হলে— ১ (এক) , আষাঢ় মাস হইলে— ৪ (চার), ভদ্র হলে— ৮ (আট), বাকী অন্য যে কোন মাস থাকলে দশ সংখ্যা যােগ করতে হবে। উক্ত যােগফল হতে বৎসরের প্রথম তিথি কোন পক্ষ ছিল, সেই পক্ষের পনের দিন বাদ দিতে হবে । 

ছাগলায় অর্থাৎ মেষ বুঝি বৈশাখ মাস। খালি অর্থে শূন্য। বৃষ অর্থে জ্যেষ্ঠ, চাঁদা অর্থে এক, মিথুন অর্থে আষাঢ়, বেদা অর্থে চার। সিংহ অর্থে ভাদ্র, বসু অর্থে আট।

উদাহরণঃ 
ধরা যাক, বৎসরের প্রথম দিন পঞ্চমী তিথি কৃষ্ণপক্ষ। ৯ই আষাঢ়ের কি তিথি? জানতে হবে।

প্রথম দিনের পঞ্চমী অর্থাৎ সংখ্যা— ৫ পাঁচ
৯ই  আষাঢ়ের সংখ্যা— ৯ নয়
আষাঢ়ের জন্য সংখ্যা— ৪ চার
____________________________________
মােট— ১৮ আঠার

১৮–১৫ (কৃষ্ণপক্ষীয়)= ৩
অতএব, বিয়োগফল ৩ হলো। তাই শুক্লপক্ষীয় তৃতীয়া।

Previous Next
No Comments
Add Comment
comment url