সর্ব রােগনাশক শ্রেষ্ঠ ঔষধ মকরধ্বজ রসায়ন

আগেকার দিনে রাজা-বাদশাগণ প্রায়ই রোগমুক্ত ছিলেন‌। তাঁরা ছিলেন সবল। তাদের একাধিক স্ত্রী থাকা সত্ত্বেও তাদের যৌন জীবন ছিল চমৎকার। বাহুতে ছিল প্রচুর শক্তি। তারা ছিলেন বীর্যবান। দেখতে যেমন সুন্দর চেহারার অধিকারী ছিলেন তেমনি বয়স বাড়লেও যুবকের নেয় তাদের সৌন্দর্য অটুট ছিল। যার মুলে ছিলো ওষুধ-জড়িবুটি, যা রাজ হেকিম তাদের ব্যবস্থা করে দিত। এমনকি সেই সময়কার বিত্তবান লোকেরাও কবিরাজ, হেকিম বৈদ্যদের কাছ থেকে অর্থের বিনিময়ে এমন সব ঔষধ তৈরি করে খেতেন যা তাদের সব সময় সুস্থ রাখতেন এবং বীর্যবান করতেন। এই পোস্টে আমরা তেমনি একটি মহা ঔষধ এর কথা বলব যার নাম মকরধ্বজ রসায়ন।

মকরধ্বজ রসায়ন— স্বর্ণ ২ দুইভাগ; বঙ্গ, মুক্তা, কান্তলৌহ, জয় ফল, জয়িত্রী, রৌপ্য, কাংস্য, রসসিন্দুর, প্রবাল, কস্তুরী, কপূর ও অভ্র প্রত্যেক দ্রব্য ১ একভাগ, স্বর্ণসিন্দুর চার ভাগ; এই সকল দ্রব্য একত্রিত করে খলে ফেলিয়া মর্দন করিবে। ইহার তুল্য সর্ব রোগনাশক শ্রেষ্ঠ ঔষধ আর নাই।

প্রিয় পাঠক, আপনারা এই সকল দ্রব্য কবিরাজি দোকান থেকে সংগ্রহ করতে পারেন অথবা কোন কবিরাজ মহাশয় এর কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন।

Previous Next
No Comments
Add Comment
comment url