জ্বিন পরীর আছর পরীক্ষায় মুসলিম তদবীর

মাটির তৈরী একটি নতুন বাসনে নিম্নোক্ত নকশাটি লিখিয়া রোগীর শরীরের উপর দিয়া উহা সাতবার ঘুরাইবে। তারপর উক্ত বাসনটি প্রজ্জলিত আগুনের উপর রাখিয়া গরম দিবে। যদি অক্ষর গুলি সাদাবর্ণ হইয়া যায় তবে যাদু টোনার আছর মনে করিবে। আর যদি অক্ষরগুলি লালবর্ণ হয় কিংবা মিটিয়া যায় তবে জ্বিন-ভূতের আছর মনে করিবে। আর যদি কালো বর্ণ হয় তবে শারীরিক রোগ মনে করিবে। নকশাটি এই— 

٥١٨۳۱۱ ٩٤ ح ٣٤١١١٢

মুসলিম তদবির গুলোর মধ্যে এই নকশাটি খুবই আলোচিত। অনেক আলেমগণ এই তদবিরের মাধ্যমে জ্বীনের আছর পরীক্ষা করে দেখেন। পাক-পবিত্রতার সঙ্গে নকশাটি প্রয়োগ করলে ফল পাওয়া যায়।

Previous Next
No Comments
Add Comment
comment url