স্বামী-স্ত্রীর অমিল দূর করার ৩টি পরীক্ষিত তদবির

প্রিয় পাঠক, এই প্রবন্ধে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল দূরীকরণ। স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল হয়, তাহলে সংসারে যেমন অশান্তি দেখা দেয় তেমনি এর প্রভাব সংসারে বাচ্চাদের ও বড়দের উপরেও পড়ে। স্বামী স্ত্রীর অমিল এর অনেক কারণ হতে পারে। সেটা হতে পারে টাকা পয়সার কারণ, সন্দেহের কারণ, পরকীয়ার কারণ, আত্মীয়-স্বজনের কারণ ছাড়াও আরো অনেক কারণ রয়েছে।

স্বামী-স্ত্রীর অমিলের কারণে তাদের সন্তানদের ভবিষ্যত নষ্ট হয়ে যেতে পারে। এমনকি অনেক ভালো পরিবারের সুখের সংসার ভেঙেছে। আপনি যদি এমন পরিস্থিতির শিকার হন বা এই রকম পরিস্থিতির কেউ আপনার কাছে সহযোগিতা চায়, তাহলে আপনি নিম্নোক্ত নকশা দুটি প্রয়োগ করতে পারেন। 


প্রিয় পাঠক, আপনি নকশা দুটি প্রয়োগের আগে আমাদের ষটকর্ম প্রবন্ধ থেকে মুসলিম তদবির ও তাবিজ-কবচের নিয়ম গুলো পড়ে নিতে পারে। অথবা পাক-পবিত্র হয়ে শুদ্ধ মনে নকশা দুটি লিখে প্রয়োগ করুন। নকশা দুটি লেখার আগে মাছ-মাংস অর্থাৎ সাধারণ কথায় যে খাবারগুলো কে আমিষ হিসেবে গণ্য করা হয়, সেগুলো খাবেন না।

স্বামী-স্ত্রীর মধ্যে মিলনের তদবীর

স্বামী-স্ত্রীর মধ্যে মিল মহববৎ না থাকিলে সূরায় জুময়া তিনবার পাঠ করিয়া প্রতিবারে পানিতে ফুঁক দিয়া ঐ পানি উভয়কে পান করাইবে। অথবা নিম্নোক্ত নকশা কাগজে লিখিয়া কবজ বানাইয়া স্বামী অথবা স্ত্রীর সঙ্গে ব্যবহার করিবে। আল্লাহর রহমতে উভয়ের মধ্যে মিল মহববৎ হইয়া যাইবে। নকশা-১

স্বামীকে স্ত্রীর বাধ্যগত রাখার তদবীর

নিম্নোক্ত নকশাটি দুই টুকরা কাগজে লিখিয়া দুইটা মাদুলিতে ভরিয়া একটি স্বামীর হাতে আর অপরটি স্ত্রীর হাতে বাধিয়া ব্যবহার করিবে। আল্লাহর রহমতে স্বামী স্ত্রীর বাধ্যগত থাকিবে। নকশা-২

স্বামী-স্ত্রীর মধ্যে অমিল হইলে মিলের তদবীর

স্বামী-স্ত্রীর মাঝে কোন প্রকার ঝগড়া-বিবাদ হইয়া অমিল হইলে, শুক্রবার দিন ইমাম যখন মিম্বরের উপর উঠে তখন অথবা সূর্য উদয়ের সময় মেশক, জাফরান, লবঙ্গ, লোবান মিশ্রিত কালিদ্বারা প্রথমে হযরত মুছার মায়ের নাম লিখিয়া নিম্নোক্ত তাবিজটি লিখিবে। তারপর উহা স্বামী-স্ত্রীর নিদ্রা যাওয়ার স্থানে রাখিয়া দিবে। তাবিজের ভিতরে ফলান বিনতে ফলা নিয়াতার স্থানে স্ত্রীর নাম ও তাহার মায়ের নাম এবং ফলান এবনে ফলানের স্থানে স্বামীর নাম ও তাহার পিতার নাম লিখিবে।

হযরত মুছা আঃ মায়ের নাম "ইউখাবেজ” তাবিজ

يـوخـابذ = طسوم طسوم علسیوم عـلـسـيـوم علوم علوم كلوم كلوم جـبـوم جـبـوم قـيـوم قـيـوم ديوم ديـوم سـبـحـان بذكره تطمئن القلوب فلان بنت فلانـيـة الـهـم يـامـن ادخل محبة يوسف في قلب ذلیخا ويا من ادخل محبة موسى في قلب اسية بنت مزاحم ادخل محبة فلان بن فلان الـهـم يـامـن ادخل محبة محمد صلى الله عليه وسلام في قلب خديجة بنت خويلد وعائسة بنت ابی بکر ادخل محبة كذا في قلب كذا كما ادخلت الـلـيـل في الليل في النهار والنهار في الليل والذكر في الانثى- لـوانـفـقت ما في الارض جميعا ما الفت بين قلوبهم ولكن الله الف بينهم انه عزيز حكيم - لاحول ولاقوة الابالله العلى العـظيـم *
Previous Next
No Comments
Add Comment
comment url