সিদ্ধি লাভে সরস্বতী দেবীর বিভিন্ন মন্ত্র ও চর্চার নিয়ম পদ্ধতি

সরস্বতী সনাতন ধর্ম মতে বিদ্যার দেবী। বাকসিদ্ধি লাভে সাধকরা সরস্বতীর আরাধনা করেন। এই প্রবন্ধে আমরা সরস্বতী দেবীর গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্র ও তা চর্চার পদ্ধতি নিয়ে আলোচনা করবো।

বিদ্যালাভার্থ সরস্বতী মন্ত্র

সরস্বতী ধ্যানম্:

বাণীং পুনর্নিশাকরোজ্জ্বলমুখী
কর্পূরকুন্দ প্রভাং
চন্দ্রার্ধাঙ্কিত মস্তকাং নিজবরৈঃ
সংবিভ্রন্তীমাদরাৎ।
বর্ণামক্ষগুণং সুধাঢ্য কলশং
বিদ্যাঞ্চ তুঙ্গস্তনীম্,
দিব্যৈরাভরণৈবিভুষিত তনুং
সিংহাধিরূঢ়াং ভঞ্জে৷৷

সরস্বতী গায়ত্রী:

“বাগদেব্যৈ বিস্মহে কামবীজায়ৈ ধীমহি তন্নো দেবীঃ প্রচোদয়াৎ।”

মন্ত্র— “ওঁ হ্রীং শ্রীং মানসে সিদ্ধিকরীং হ্রীং নমঃ।”

বিধি— (১) কৃত্তিকা নক্ষত্রে অপামার্গের মূল তুলে উপরোক্ত মন্ত্রে অভিমন্ত্রিত করে নিজের কাছে রাখলে এবং মন্ত্র প্রত্যহ ১০০০ (এক হাজার) বার করে ১,০০,০০০ (এক লক্ষ) জপ করলে মেধা বৃদ্ধি হয়, বিদ্যাবুদ্ধি লাভ হয়।

বিঃদ্রঃ— প্রত্যহ ১০,০০০ (দশ হাজার) জপ করলে শীঘ্রই কাজ হয়। 

(২) প্রত্যহ করবী পুষ্প দ্বারা মালা তৈরী করবে, পরে উক্ত মন্ত্রে মালা ১০৮ বার অভিমন্ত্রিত করে নদীতে ভাসিয়ে দিয়ে এসে শুদ্ধভাবে শুদ্ধ স্থানে বসে প্রত্যহ ১০,০০০ (দশ হাজার) জপ করবে, ১,০০,০০০ (এক লক্ষ) মন্ত্র জপ শেষ হলে মন্ত্র সিদ্ধ হয়, এবং সাধক বাকসিদ্ধ হয়, সে সর্ববিদ্যালাভ করে।

বাক্‌সিদ্ধি ও বিদ্যালাভার্থ বাণী সরস্বতী মন্ত্র

প্রথম মন্ত্র— “ওঁ হ্রীং ঐং হ্রীং সরস্বত্যৈ নমঃ।

দ্বিতীয় মন্ত্র— “ওঁ নমো ভগবতী সরস্বতী বাগ্বাদিনী ব্রহ্মাণী ব্রহ্মরূপিণী বুদ্ধিবর্দ্ধিণী মম বিদ্যাং দেহি দেহি স্বাহা।”

বিধি— শুভ মুহূর্তে শুদ্ধবস্ত্রে শুদ্ধস্থানে মহাসরস্বতীর চিত্র রেখে ধূপ-দীপ জ্বেলে উপরোক্ত দু'টি মন্ত্রের যে কোনও একটি মন্ত্র প্রত্যহ ১০,০০০ (দশ হাজার) জপ করলে বাক্‌সিদ্ধি ও সর্ববিদ্যালাভ হয়। ১,০০,০০০ (এক লক্ষ) জপে মন্ত্র সিদ্ধ হয়।

নীল সরস্বতী মন্ত্র

মন্ত্র— “ওঁ হ্রীং ঐং হুং নীল সরস্বতী ফট্ স্বাহা।”

বিধি— উপরোক্ত মন্ত্র ১,০০,০০০ (এক লক্ষ) জপে সিদ্ধ হয় এবং বাণী সরস্বতী মন্ত্রের সমস্ত ফললাভ হয়।

Previous Next
No Comments
Add Comment
comment url