দুঃখ দারিদ্রতা দূর করণ ও ঐশ্বর্য লাভের ৩টি মন্ত্র

কিছু ব্যক্তির ভাগ্যে যেন দুঃখ-দুর্দশা লেগেই থাকে। নিরলস ভাবে পরিশ্রম করার পরেও ভাগ্যলক্ষীর দেখা মিলে না। দারিদ্রতা ও অন্নাভাবে জীবন অতিাহিত করতে হয়। অথবা কাজের দক্ষতা থাকা সত্ত্বেও কাজের সন্ধান মেলেনা। এছাড়াও অনেকের আয়-রোজগার ভালো হলেও, হাতে টাকা জমা থাকে না। নানান কারণে খরচার মাত্রা বেড়ে যায়। আপনি যদি এই পরিস্থিতির সম্মুখীন হন। তাহলে নিম্নোক্ত মন্ত্র গুলো চর্চা করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

দুঃখ, দারিদ্র্য ও অন্নাভাব দূরীকরণার্থ অন্নপূর্ণা মন্ত্র

অন্নপূর্ণা ধ্যানম্

ওঁ চন্দ্রার্ধ্বমৌলিং দ্বিভুজাং ত্রিনেত্রাম্,
শূলাক্ষভালে সততং বহন্তীম্।
আসনস্থাং ভুজগোপবীতং
ত্বামন্নপূর্ণাং হৃদয়ে স্মরামি।

মন্ত্র— ওঁ হ্রীং শ্রীং ক্লীং নমো ভগবতী মাহেশ্বরী অন্নাপূর্ণে স্বাহা।

বিধি— দেশে, গ্রামে অথবা নিজের গৃহে অন্নাভাব দেখা দিলে, একটি শুদ্ধ স্থানে অন্নপূর্ণার চিত্র বসিয়ে ধূপ, দীপ, গন্ধ-পুষ্প ও অক্ষত দ্বারা দেবী অন্নপূর্ণার সাধ্যমত পূজা করে; রুদ্রাক্ষ মালায় প্রত্যহ ১০০৮ (এক হাজার বার উক্ত মন্ত্র জপ করবে ১,০০,০০০ (এক লক্ষ) জপে মন্ত্র সিদ্ধ হবে। পরে প্রত্যহ ১০৮ বার করে জপ করলে দেশে, গ্রামে অন্নাভাব থাকে না। নিজের গৃহেও অন্নাভাব থাকে না এবং দুঃখ-কষ্ট দূর হয়।

ধন-ধান্য ও ঐশ্বর্য লাভের জন্য কুলবাগীশ্বরী মন্ত্র

কুলবাগীশ্বরী ধ্যানম্

ওঁ আগমামৃতমঞ্জরী দোর্ভ্যাং ত্রিশূলধরাং।
রক্তাভ্যাং বহ্নিরূপিনীং অক্ষসিংহাসনগতাং
কুলবাগীশ্বরীং ভজে।

মন্ত্র— ওঁ ক্লীং হ্রীং শ্রীং হুং ঊং ঊষহস্তে কুলবাগেশ্বরী ঐং ঠঃ ওঁ ঠঃ শ্রীং ঠঃ স্বাহা।

বিধি— প্রত্যহ প্রাতে, মধ্যাহ্নে ও সন্ধ্যায় উক্ত মন্ত্র রুদ্রাক্ষ মালায় ১০৮ বার করে জপ করবে। জপের পূর্বে বিধিসম্মত ভাবে ঘটস্থাপন করে শুদ্ধাসনে শুদ্ধবস্ত্রে বসে গন্ধ-পুষ্প-ধূপ-দীপ ও অক্ষত দ্বারা দেবীর পূজাদি করে, জবার মালা ঘটে দিয়ে উপরোক্ত ধ্যান সহযোগে পূজা করবে।

পূজা মন্ত্র— ওঁ ক্লীং হ্রীং কুলবাগীশ্বর্যে নমঃ।

এইভাবে পূজা ও জপ করলে কুলের সম্মান, ঐশ্বর্য, যশ প্রভৃতি বৃদ্ধি হয়।

ধনৈশ্বর্য ও যশবৃদ্ধিকারক ইন্দ্রাক্ষী মন্ত্র

মন্ত্র— ওঁ ক্রীং ক্রীং হুং হুং গ্লৌং হ্রীং শ্রীং ঐং ইন্দ্রাক্ষি বজ্রহস্তে সীং হ্রীং গ্লৌং হুং হুং ক্রীং ক্রীং ওঁ ঐং ফট্ স্বাহা।

বিধি— উপরোক্ত মন্ত্র ১,২৫,০০০ (সওয়া লক্ষ) জপ করলে যশ-মান ও ধনৈশ্বর্য বৃদ্ধি হয়।

Previous Next
No Comments
Add Comment
comment url