শত্রুনাশ, সর্বকার্য সিদ্ধি ও মহাশক্তি রুক্মিণী মন্ত্র

প্রিয় পাঠক, এই প্রবন্ধে আপনার তিনটি মন্ত্র নিয়ে আলোচনা করব। প্রথম মন্ত্রটি শত্রুনাশ জ্বালামুখী মন্ত্র। দ্বিতীয় টি সর্বকার্য সিদ্ধিদায়ক ত্রিপুরসুন্দরী মন্ত্র এবং তৃতীয় টি মহাশক্তি রুক্মিণী মন্ত্র।

শত্রুবিজয় ও শত্রুনাশ জন্য জ্বালামুখী মন্ত্র

জ্বালামুখী ধ্যানম্:
ওঁ জ্বালাপরীতাস্যসরোরূহাম্,
তাং সরোজশঙ্খাসিগদাধরাঞ্চ
সিংহাসনে স্থাপিতপাদযুগ্মাং,
জ্বালামুখীং তাং হৃদয়ে স্মরামি।

মন্ত্র— ওঁ হ্রীং শ্রীং জ্বালামুখী মম সর্বশত্রুন্ ভক্ষয় ভক্ষয় হূং ফট্ স্বাহা।

বিধি— যথাশক্তি উপচারে জ্বালামুখী দেবীর পূজা করে, উপরোক্ত মন্ত্র প্রত্যহ ১০৮ বার জপ করলে শত্রু দমন হয় এবং বিজয় লাভ হয়।

পূজামন্ত্র— ওঁ হ্রীং জ্বালামুখী দেব্যৈ নমঃ।

সর্বকার্য সিদ্ধিদায়ক ত্রিপুরসুন্দরী মন্ত্র

ত্রিপুরসুন্দরী গায়ত্রী— ওঁ ঐং ত্রিপুরাদেব্যৈ বিস্মহে ক্লীং কামেশ্বর্যে ধীমহি সৌঃ তন্নো ক্লীন্নে প্রচোদয়াৎ।

১। মন্ত্র:
ওঁ শ্রীং হ্লীং ক্লীং ঐং সৌঃ ওঁ হ্লীং শ্রীং ক্লীং রূংক্রীং ক্লীং সৌঃ ঐং ক্লীং হ্লীং শ্রীং।

বিধি— উপরোক্ত মন্ত্র ১,২৫,০০০ (সওয়া লক্ষ) জপে সিদ্ধ হয়, মন্ত্র সিদ্ধ হলে রাজপক্ষের সমস্ত কার্য সিদ্ধ হয়।

২। বালা ত্রিপুরাসুন্দরী মন্ত্র:
ওঁ ঐং ক্লীং সৌং শ্রীং বালাত্রিপুরাসুন্দর্যৈ নমঃ।

৩। ত্রিপুর সুন্দরী মন্ত্র:
ওঁ ঐং ক্লীং হ্রৌং শ্রীং ত্রিপুরসুন্দর্যে নমঃ।

বিধি—উপরোক্ত দুটি মন্ত্রের (২নং ও ৩নং) যে কোনও একটি ২১,০০০ (একুশ হাজার) জপ করলে রাজকার্য সিদ্ধ হয়।

অন্যান্য মহাশক্তি রুক্মিণী মন্ত্র

মন্ত্র— ওঁ হ্রীং শ্রীং লক্ষ্মী হ্রীং সঃ স্বাহা, ওঁ হ্রীং রুক্মিণী ওঁ শ্রীং স্বাহা।

বিধি— উপরোক্ত মন্ত্রটি লক্ষ্ণীমন্ত্র স্বরূপ। এটিও ১,২৫,০০০ (সওয়া লক্ষ) জপ করলে মন্ত্র সিদ্ধ হয় এবং সাধকের প্রতি লক্ষ্মীর কৃপা হয়।

Previous Next
No Comments
Add Comment
comment url