সর্বরক্ষা শ্রীনারায়ণ মন্ত্র প্রয়োগ বিধি

প্রিয় পাঠক, এই প্রবন্ধে আমরা যে মন্ত্রটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে সর্বরক্ষা শ্রীনারায়ন মন্ত্র। নিম্নোক্ত মন্ত্রটি বিধি অনুযায়ী পালন করলে, নানান ধরনের অদৃষ্ট বিপদ থেকে রক্ষা পাবেন। ভক্তি এবং নিষ্ঠা সহকারে মন্ত্র গুলো পালন করে দেখুন। সুফল পাবেন।

নারায়ণ গায়ত্রী:

“ওঁ নারায়ণায় বিদ্মহে বাসুদেবায় ধীমহি তন্নো বিষ্ণুঃ প্রচোদয়াৎ।”

নারায়ণ মন্ত্র:

“ওঁ নমো ভগবতে শ্রীনারায়ণায় নমঃ
নারায়ণায় বিশ্বমূর্তয়ে নমঃ।
শ্রীপুরুষোত্তমায় দুষ্টুবুদ্ধি প্রত্যক্ষ বা পরোক্ষ
অজীর্ণপচবিষুচিকাং হন হন
একাহিকং দ্ব্যহিক্ং এ্যাহিক্ং চাতুর্থিকং
জ্বরং নাশয় নাশয় শোষয় শোষয়
আকর্ষয় আকর্ষয় শত্রুন্ মারয় মারয়
উচ্চাটয়োচ্চাটয় বিদ্বেষয় বিদ্বেষয়
স্তম্ভয় স্তম্ভয় নিবারয় নিবারয়
বির্নৈহন হন দহ দহ মথ মথ
বিধ্বংসয় বিধ্বংসয় চক্রং গৃহীত্বা,
শ্রীঘ্রমাগচ্ছাগচ্ছ চক্রেণ হত্বা পরবিদ্যাং
ছেদয় ভেদয় ভেদয় চতুঃশীতানি,
বিস্ফোটয় বিস্ফোটয় অর্শ বাত শূল
দৃষ্টি সর্প সিংহ ব্যাঘ্র দ্বিপদ চতুষ্পদ
পাদবাহ্যান্দি বিভুব্যন্তরিক্ষে অন্যেহপি
কেচিৎ তান্বেষাকান্সবলি
হন হন বিদ্যুন্মেঘদীপবতাটবীসবং স্থান,
রাত্রি দিন পথ চৌরান্ বশং কুরু কুরু হরিঃ।
ওঁ নমো ভগবতে হ্রীং হূং ফট্ স্বাহা
ঠঃ ঠং ঠং ঠং ঠঃ নমঃ।

বিধি—প্রত্যহ স্নানান্তে শুদ্ধমুখে শুদ্ধাসনে পূর্বমুখে বসে উপরোক্ত নারায়ণ গায়ত্রী সহ মন্ত্র ১০৮ বার জপ করলে, সর্বদিকে নিজেকে সুরক্ষা করা যায়।

Previous Next
No Comments
Add Comment
comment url