গলা ও কন্ঠনালী ব্যাথার দুটি দোয়া তদবির

এই প্রবন্ধে আমরা গলা ও কন্ঠনালী ব্যাথার দুটি দোয়া তদবির নিয়ে আলোচনা করবো। এই দুটি তদবির অনেক আলেমগণ ব্যবহার করে আসছেন। আসুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। ভালো ফলাফলের জন্য আপনি তদবির আমলের নিয়ম কানুন গুলো দেখতে পারেন অথবা ষটকর্ম প্রবন্ধটি দেখতে পারেন।

গলায় ব্যথা হইলে উহার তদবীর


কাহারও গলায় ব্যথা হইলে নিম্নোক্ত আয়াত কাগজে লিখিয়া কবজ বানাইয়া গলায় বাঁধিয়া দিবে। আল্লাহর রহমতে গলার ব্যথা দূর হইয়া যায়। দোয়াটি হলো—

فَلَوْلا إِذَا بَلَغَتِ الحلقوم وانتم حِينَئِذٍ تنظرون - فلولا إِنْ كُنْتُمْ غَيْرَ مَدِينِيْنَ تَرْجِعُونَهَا إِنْ كُنتُمْ صَدِقِينَ

কন্ঠ নালির ব্যথার তদবীর


যদি কাহারও কন্ঠনালি ব্যথা করে, তবে নিম্নোক্ত দোয়াটি একটি লম্বা চামড়ার তাগার উপর পাঠ করিয়া একচল্লিশটি গিরা দিবে ও প্রতিবারে ফুঁক দিবে। ইহার পরে উহা গলায় বাধিয়া দিবে। আল্লাহর রহমতে ব্যথা দূর হইয়া যাইবে। দোয়াটি হলো—

 بِسمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ - أَعُوذُ بِعِدَّةِ اللهِ وَقُدْرَةِ اللهِ وعظمَةِ اللهِ وَبُرْهَانَ اللهِ وَسُلْطَان الله وَكَشفِ اللَّهِ وَحَجَّة اللهِ وَحِرْةِ اللهِ وَصَنَعَ اللهِ وَآمَانِ اللهِ وَكِبْرِيَاءِ اللهِ وَبَطْشِ اللهِ وَبِهَاءِ اللهِ وَجَلالِ اللهِ وَكَمَال الله لا إله إلا الله مُحَمَّد رَسُولُ اللَّهِ مِنْ شَرِّ مَا فِى هَذَا الْعَلِيلِ -

উচ্চারণ: বিছমিল্লাহির রহমানির রাহীম, আউযু বিইজ্জাতিল্লাহি, ওয়া কুদরাতিল্লাহি, ওয়া আমতিল্লাহি, ওয়া বুরহানিল্লাহি, ওয়া ছুলত্বানিল্লাহি, ওয়া কামাফিল্লাহি, ওয়া হুজ্জাতিল্লাহি, ওয়া হিরযিল্লাহি, ওয়া ছানায়িল্লাহি, ওয়া আমানিল্লাহি, ওয়া কিবরিয়াইল্লাহি, ওয়া বাত্বশিল্লাহি, ওয়া বিহাইল্লাহি, ওয়া জালালিল্লাহি, ওয়া কামালিল্লাহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাছূলুল্লাহি, মিন শাররি মা ফী হাজাল আলীলে।
Previous Next
No Comments
Add Comment
comment url