নজর দোষ ঝাড়নের বহুল প্রচলিত একটি মন্ত্র

বর্তমান সমাজে অনেক জায়গায় ময়ূরের পাখা দিয়ে মন্ত্র পড়ে শিশুদের নজর দোষ ঝাড়া হয়। এই প্রবন্ধে আমরা নজর দোষ ছাড়ানোর একটি মন্ত্র নিয়ে আলোচনা করব। আসুন শুরু করা যাক.... 

নজর দোষ ঝাড়ন মন্ত্র


ও সত্যনাম আদেশ গুরু কো, 
ওঁ নমো নজর জহা পর পীর ন জানো, 
বোলে ছলসো অমৃতবাণী, 
কহো নজর কহা তে আঈ, 
ইয়হা ঠোর্ তোহি কওন বতাঈ, 
কওন জাত তেরে কহা ঠাম্‌, 
কিকী বেটী কহাঁ তেরো নাম, 
কহাঁ সে উড়ী কহা কো জায়, 
অব্ হী বস্ করলে তেরী মায়া, 
মেরী জাত সুনো চিত্রায়, 
জ্যায়সী হোহ সুনাউঁ আয়, তেলন, 
তমোলন চুহড়ী চমারী কায়ষণী, 
খত্রানী কুম্হারী মহতরাণী, 
রাজা কী রাণী জাকো দোষ, 
তাহিকে শির পড়ে জাহর পীর, 
নজর কী রক্ষা করে 
মেরী ভক্তি গুরু কী শক্তি, 
ফুরো মন্ত্র ঈশ্বরো বাচা ।।

বিধি— উপরোক্ত মন্ত্র ১০০৮ (এক হাজার আর্ট) বার জপ করলে সিদ্ধ হয়। এই মন্ত্র ৭বার পড়তে পড়তে ময়ূরের পালক দ্বারা ঝাড়বে ও ৭টি ফুঁক দেবে। এই প্রক্রিয়ায় নজর দোষ দূর হয়।
Previous Next
No Comments
Add Comment
comment url