শত্রুকে স্তম্ভন করার কুম্ভকর্ণ মন্ত্র

একটু খেয়াল করলেই দেখা যায় প্রতিটি ব্যক্তিরই শত্রু রয়েছে। সেটা প্রকাশ্য হতে পারে অথবা গোপন শত্রু হতে পারে। যদি কেউ ভেবে থাকে যে, আমার তো শত্রু নেই। তবে শত্রু হতে কতক্ষণ। যদি কেউ শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা জীবন সংশয়ে পড়েছেন তাহলে এই মন্ত্রটি আপনার জন্য। 

এর মাধ্যমে আপনি আপনার শত্রুকে স্তম্ভীত করতে পারবেন। অর্থাৎ আপনার শত্রু অসার হয়ে পড়বে। তার শক্তি থাকবে না আপনার ক্ষতি করার। তবে অবশ্যই মন্ত্র উল্লেখিত নিয়ম মেনে এটি প্রয়োগ করতে হয়। আসুন জেনে নেই মন্ত্র এবং পদ্ধতি।

 মন্ত্রঃ- 
ওঁ অহো কুম্ভকর্ণ মহারাক্ষস নিকষাগর্ভসম্ভূত পরসৈন্য স্তম্ভন মহাভয় রণরুদ্র আজ্ঞাপয় স্বাহা।

ষটকর্ম্মের নিয়মাদি সমাধান পূর্ব্বক মন্ত্রটি অষ্টোত্তর সহস্রবার জপ করতে হবে। কারণ অষ্টোত্তর সহস্রোবার মন্ত্রটি জপ না করলে সিদ্ধি হয় না। তাই মন্ত্রটি প্রথমে সিদ্ধি করে নিতে হবে, তারপর গুলঞ্চ মূল তুলিয়া করে (হাতে) ধারণ করিলে শত্রু স্তম্ভিত হইয়া থাকে। ইহা মহাদেবের বাক্য কদাচ মিথ্যা হইবার নহে। 
Previous Next
No Comments
Add Comment
comment url